You will be redirected to an external website

মুম্বাই পুলিশ সেজে ‘ডিজিটাল অ্যারেস্ট’! কোটি টাকা খোয়ালেন মহিলা

Woman loses crores of rupees in 'digital arrest' disguised as Mumbai police

প্রতিকী ছবি

রাজ্যে ডিজিটাল গ্রেফতারির সংখ্য়াটা দিন দিন ভয় ধরাচ্ছে। ফের আবারও ডিজিটাল গ্রেফতারির শিকার নদিয়ার এক মহিলা।ফাঁদে পা দিয়ে খোয়ালেন প্রায় দু কোটি টাকা। পুলিশ সূত্রে খবর,  মুম্বই পুলিশ সেজে ওই মহিলার থেকে এক মাসে দফায় দফায় প্রতারকদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন তিনি। অবশেষে বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় পুলিশের সাইবার অপরাধ দমন শাখার দ্বারস্থ হন ওই মহিলা। কৃষ্ণনগর সাইবার থানায় অভিযোগ করেন তিনি। তার পরে তদন্ত শুরু করে পুলিশ।

কৃষ্ণনগর জেলা পুলিশের সাইবার অপরাধ দমন বিভাগের দাবি, তদন্তকারীরা প্রতারকদের বেশ কিছু ফোন নম্বর চিহ্নিত করেছেন। দক্ষিণ ভারতের দু’টি রাজ্যের বেশ কয়েকটি সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, এমন কয়েক জনের খোঁজ চলছে। মনে করা হচ্ছে, ওই অ্যাকাউন্টের মালিকদের সঙ্গে প্রতারণার যোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, প্রতারিত ওই মহিলার নাম নিধি সাচনা ভাল্লাইল। তিনি আদতে কেরলের বাসিন্দা। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি নদিয়ায় নবদ্বীপে থাকেন। তাঁর বিরুদ্ধে ঋণ সংক্রান্ত জালিয়াতির অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে খবর, সেই সুযোগ নিয়ে মুম্বই পুলিশ সেজে মহিলাকে ভয় দেখানো হয়। তদন্তকারী আধিকারীকরা জানিয়েছেন সমস্ত নথি খতিয়ে দেখে অভিযুক্তের সন্ধান চালান হচ্ছে। এই চক্রের পিছনে আর কারা যুক্ত রয়েছেন সে বিষয়েও তদন্ত শুরু হয়েছে।

AUTHOR :Sukanya Majumder

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Celebrating 25 years of Rajdhani Express! Read Next

রাজধানী এক্সপ্রেসের ২৫ ...