You will be redirected to an external website

শিলিগুড়িতে নারী পাচার চক্রের পর্দাফাঁস! উদ্ধার ৩৪ জন তরুণী

Women trafficking ring busted in Siliguri! 34 young women rescued

বাস টার্মিনাস

একবার ফের নারী পাচারের অভিযোগে তোলপাড় শিলিগুড়ি। এবার শিলিগুড়ি বাস টার্মিনাস এলাকা থেকে ৩৪ জন তরুণীকে উদ্ধার করল প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশ। ঘটনাস্থল থেকে এক পুরুষ ও দুই মহিলাকে সন্দেহের ভিত্তিতে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকালে শিলিগুড়ি জংশন বাসস্ট্যান্ড থেকে এই যুবতীদের উদ্ধার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ভিনরাজ্যে কাজে পাঠানোর নাম করে এই যুবতীদের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাঁচি থেকে এই তরুণীদের তামিলনাড়ু পাচার করা হচ্ছিল। তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় সকলকে।

 উদ্ধার হওয়া তরুণীদের থেকে তথ্য সংগ্রহের পাশাপাশি, পুলিশ তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। পরিবারের লোকজন পৌঁছানোর পর আরও বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগেও নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ৫৬ তরুণী উদ্ধার এবং চার পাচারকারী গ্রেফতার হওয়ার ঘটনা ঘটে। ফের একই ধরনের ঘটনা প্রকাশ্যে আসায় শিলিগুড়িতে উদ্বেগ বাড়ছে।

AUTHOR :Express News Desk

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Fed up with Toto's scam! Auto drivers warn to stop passenger services Read Next

টোটোর জালায় অতিষ্ট! যাত্...