বাস টার্মিনাস
একবার ফের নারী পাচারের অভিযোগে তোলপাড় শিলিগুড়ি। এবার শিলিগুড়ি বাস টার্মিনাস এলাকা থেকে ৩৪ জন তরুণীকে উদ্ধার করল প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশ। ঘটনাস্থল থেকে এক পুরুষ ও দুই মহিলাকে সন্দেহের ভিত্তিতে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকালে শিলিগুড়ি জংশন বাসস্ট্যান্ড থেকে এই যুবতীদের উদ্ধার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ভিনরাজ্যে কাজে পাঠানোর নাম করে এই যুবতীদের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাঁচি থেকে এই তরুণীদের তামিলনাড়ু পাচার করা হচ্ছিল। তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় সকলকে।
উদ্ধার হওয়া তরুণীদের থেকে তথ্য সংগ্রহের পাশাপাশি, পুলিশ তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। পরিবারের লোকজন পৌঁছানোর পর আরও বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
এর আগেও নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ৫৬ তরুণী উদ্ধার এবং চার পাচারকারী গ্রেফতার হওয়ার ঘটনা ঘটে। ফের একই ধরনের ঘটনা প্রকাশ্যে আসায় শিলিগুড়িতে উদ্বেগ বাড়ছে।