কোমর জলে নেমে শহরের পরিস্থিতি খতিয়ে দেখলেন মেয়র, ছাতা দিয়ে সাফ করলেন রাস্তার জঞ্জালও |
বাড়ি থেকে কাজ করুন, চাকরি যাওয়ার ভয় থাকবে না, আমি বলছি: মমতা
চাকরি যাওয়ার ভয় থাকবে না, আমি বলছি: মমতা
পুজোর আগে কলকাতার রাস্তায় নেমেছে ভয়ঙ্কর জলপ্রলয়। রাতভর নিম্নচাপের বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন। উত্তর থেকে দক্ষিণ—প্রায় সব রাস্তায় জল জমে দুর্ভোগের চিত্র। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee, Chief Minister) ঘোষণা করেছেন, সরকারি স্কুলগুলি আজ থেকে আগাম পুজোর ছুটি পালন করবে।
একই সঙ্গে অফিস কর্মীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রীর কথায়, "বাড়ি থেকে কাজ করুন, চাকরি যাওয়ার ভয় থাকবে না, আমি বলছি (Work from home, don't be afraid to go to work)।"
এদিন একটি বৈদ্যুতিন মাধ্যমকে টেলিফোনে সাক্ষাৎকার দেওয়ার সময় একথা বলেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, সোমবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি এবং বৃষ্টির জেরে শহরে জমা হওয়া জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিকজনের মৃত্যু হয়েছে। তারই জেরে যে মুখ্যমন্ত্রীর এই সতর্কতা তাও স্পষ্ট করেছেন তিনি।
শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যেসব মানুষের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের পাশে রাজ্য সরকার রয়েছে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "জীবনের বিকল্প অর্থ নেই। সকলকে অনুরোধ—জল থাকাকালীন কেউ রাস্তায় বের হবেন না। আগে রাস্তা থেকে জল নামতে দিন, তারপরে কাজে যাবেন।"
পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলিকেও আগামী দু'দিন ছুটি দেওয়া বা অনলাইন ক্লাস করানোর অনুরোধ করেছেন তিনি।
মুখ্যমন্ত্রীর কথায়, “এ ধরনের বৃষ্টি আগে কোনওদিন হয়নি। কলকাতা হাওড়া হুগলিতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। বাংলা নৌকার মতো উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, ভুটান সব জায়গা থেকে জল ঢুকে পড়ছে। ড্রেজিং না করলে জল নামতে আরও সময় লাগতো।"
এ প্রসঙ্গে কেন্দ্রকেও তীব্রভাবে দুষেছেন। মুখ্যমন্ত্রী বলেন, “ডিভিসি ভর্তি করে জল ছেড়ে দিয়েছে, মাইথনের জল, পাঞ্চেতের জল—সব জল ফরাক্কায় যাচ্ছে। ডিভিসি ১৫ বছর ধরে ড্রেজিং করেনি। আমাদের হাতে থাকলে আমরা করে দিতাম।”