৬৯ হাজার টাকার সেফটি পিন 'ব্রোচ'! প্রাডার নতুন প্রোডাক্ট নিয়ে তুমুল শোরগোল সোশ্যাল মিডিয়ায় |
১ জানুয়ারি থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে আপনার PAN Card, দ্রুত এই কাজ সেরে ফেলুন…
১ জানুয়ারি থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে আপনার PAN Card
আর্থিক লেনদেনের জন্য প্যান কার্ড দরকার। প্যান কার্ড (PAN Card) না থাকলে আয়করও জমা করা যায় না। এবার প্যান কার্ড নিয়েই বড় সিদ্ধান্ত। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে প্যান কার্ড, যদি এই কাজ না করেন। কী সেই কাজ?
সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সের তরফে জানানো হয়েছে, নতুন বছরের ১ জানুয়ারি থেকে পার্মানেন্ট অ্য়াকাউন্ট নম্বর (Permanent Account Number) বা প্যান অকেজো হয়ে যাবে যদি আধার কার্ডের (Aadhaar Card) সঙ্গে লিঙ্ক না থাকে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষ দিন ধার্য করা হয়েছে আধার-প্যান কার্ড লিঙ্ক করার। যারা চলতি বছরের ১ অক্টোবরের আগে প্যান কার্ড পেয়েছেন, তাদের ডিসেম্বরের শেষদিনের মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতেই হবে। নাহলে নতুন বছর থেকে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে।
আয়কর বিভাগের তরফে ১০ ডিজিটের পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়। ট্যাক্স পেমেন্ট, টিডিএস ক্রেডিট, আয়কর রিটার্ন, লেনদেন সংক্রান্ত যাবতীয় কাজেই প্য়ান কার্ড দরকার পড়ে। আর্থিক তছরুপ ও প্রতারণা রুখতেই আয়কর বিভাগ এই প্যান কার্ড এনেছে। আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে। একাধিকবার আধার-প্যান লিঙ্ক করার সময় বাড়ানো হয়েছিল। এমনকী, নির্দিষ্ট সময়ের মধ্যে আধার-প্যান লিঙ্ক না করলে, জরিমানাও করা হয়েছে।
আধার কার্ডের সঙ্গে প্য়ান কার্ড লিঙ্ক না থাকলে কী হবে?
১. আয়কর রিটার্ন দাখিল করা যাবে না।
২. বকেয়া রিটার্নও পাওয়া যাবে না।
৩. নিষ্ক্রিয় প্যান কার্ডের সাপেক্ষে রিটার্ন আসবে না।
৪. যদি প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে বেশি হারে ট্যাক্স বা কর কেটে নেওয়া হবে।
আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করবেন কী করে?
- ইনকাম ট্যাক্সের ই-ফাইলিং পোর্টাল – www.incometax.gov.in যেতে হবে।
- এবার হোমপেজেই কুইক লিঙ্ক সেকশন পাবেন, সেখানে লিঙ্ক আধার অপশনে ক্লিক করতে হবে।
- এবার নিজের ১০ ডিজিটের প্যান ও ১২ ডিজিটের আধার ডিজিটের আধার নম্বর দিতে হবে। আধার কার্ডে যেভাবে নাম লেখা রয়েছে, সেইভাবেই নাম লিখতে হবে।
- এরপরে আই এগ্রি টু ভ্যালিডেট মাই আধার ডিটেইলস’ (I agree to validate my Aadhaar details) চেক বক্সে ক্লিক করুন।
- যদি ৩১ ডিসেম্বরের পর আধার-প্যান লিঙ্ক করেন, তাহলে আপনাকে পেনাল্টি বা জরিমানা দিতে হবে। ১০০০ টাকা জরিমানা দিতে হবে।
- ই-পে ট্যাক্সের মাধ্যমে এই পেমেন্ট করুন।
- এবার প্যান নম্বর দিয়ে কনফার্ম করুন। নিজের মোবাইল নম্বর দিন। এই নম্বরে ওটিপি (OTP) আসবে।
- ওটিপি ভেরিফিকেশন হলেই ই-পে ট্যাক্স পেজে রিডিরেক্ট হয়ে যাবে।
- এবার ২০২৫-২৬ অ্যাসেসমেন্ট ইয়ার বাছাই করুন। পেমেন্ট অপশনে আদার রিসিট (৫০০) এবং সাব টাইপ অব পেমেন্টে ‘ফি ফর ডিলে ইন লিঙ্কিং প্যান উইথ আধার’ অপশন ক্লিক করুন।
- জরিমানা দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করুন।
- এবার নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড বা অন্য পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করুন এবং পেমেন্ট করুন। সঙ্গে সঙ্গে চালান তৈরি হয়ে যাবে।
- এবার লিঙ্ক আধার সেকশনে ফিরে এসে আবার প্যান, আধার নম্বর এবং আধার কার্ডে লেখা নাম লিখুন।
- মোবাইল নম্বর দিলে ৬ ডিজিটের ওটিপি আসবে।
- ওটিপি দিয়ে ক্লিক করলেই লিঙ্ক হয়ে যাবে।