You will be redirected to an external website

মাত্র ৫০০ টাকাই 'হাতিয়ার', ব্যাঙ্ককে টুপি পরিয়ে ৫ কোটির জালিয়াতি! হাথরাসে গ্রেফতার যুবক

A bank fraud worth crores of rupees has created a sensation in Hathras, Uttar Pradesh.

হাথরাসে গ্রেফতার যুবক

 উত্তরপ্রদেশের হাথরাসে (Hathras, Uttar Pradesh) কোটি কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির (Bank fraud in Hathras) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মাত্র ৫০০ টাকা জমা দিয়েই ব্যাঙ্ক থেকে ৫ কোটি টাকা তুলে নিয়েছেন (deposite 500 and withdraws 5 crore scam) এক যুবক। জানা গিয়েছে, তাঁর নাম আকাশ।

২৩ বছরের আকাশ স্থানীয় একটি দোকান চালাতেন। নাম ‘মা চামুণ্ডা সুইট অ্যান্ড নমকিন’, যেখানে মূলত কচুরি-মিষ্টি বিক্রি করতেন তিনি। বাবার মৃত্যুর পর সংসারের দায়িত্ব তাঁর ওপরই এসে পড়ে।

কিন্তু হঠাৎই প্রতিবেশীরা লক্ষ্য করেন তাঁর জীবনযাত্রায় নাটকীয় পরিবর্তন এসেছে। তিনি একটি মোটরবাইক (Yamaha R15) কিনে ফেলেন, যার দাম আড়াই লক্ষ টাকা। শুধু তাই নয়, তারপর একটি থার SUV বুক করেন, এবং সাড়ে তিন লক্ষ টাকার সোনার গয়নাও কেনেন। এলাকার মানুষ বিষয়টি সন্দেহজনক মনে করে পুলিশকে খবর দেন।

পুলিশের তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য

হাথরাস পুলিশ একটি স্পেশাল অপারেশনস গ্রুপ (SOG) গঠন করে তদন্ত শুরু করে। জানা যায়, আকাশ মে ২০২৫ নাগাদ একটি HDFC ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন মাত্র ৫০০ টাকা জমা দিয়ে। সেখানেই তিনি প্রথমে ৫ হাজার টাকার ওভারড্রাফট নেন।

আসতে আসতে অল্প অল্প টাকা জমা দিয়ে ওভারড্রাফট লিমিট বাড়িয়ে একসময় একবারে ৫০ লক্ষ পর্যন্ত তুলে নেন। এভাবেই ৯ বার লেনদেন করে মোট ৫ কোটি টাকা ঘরে তুলেছেন।

পুলিশ জানিয়েছে, আকাশ প্রায় সাড়ে ৩ কোটি টাকা অনলাইন স্টক মার্কেট অ্যাপসে বিনিয়োগ করেন। বাকি টাকা গাড়ি, সোনা ও বিলাসবহুল পণ্য কেনায় ব্যবহার করেন। কিন্তু তিনি একা এরকম সংগঠিত অপরাধ ঘটিয়েছেন নাকি আরও কেউ এই ঘটনায় জড়িয়ে রয়েছে, তা এখন তদন্তসাপেক্ষ। আকাশের পাশাপাশি তিনজন ব্যাঙ্ককর্মীও পুলিশের নজরে রয়েছেন, তাঁরা কি ইচ্ছে করে নিয়ম ভেঙে সাহায্য করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, এটা শুধুই এক যুবকের ‘স্মার্ট ট্রিক’ নাকি বৃহত্তর কোনও জালিয়াত চক্রের অংশ - তা এখনও স্পষ্ট নয়। আপাতত আকাশ পুলিশি হেফাজতে রয়েছেন এবং তদন্ত চলছে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

People of the state are worried about the possibility of a low pressure area ahead of the Puja. Read Next

পুজোর আগেই জোড়া নিম্নচ...