You will be redirected to an external website

বাংলাদেশে ফের জুলাই আন্দোলন! এবার শিক্ষার্থীদের লাঠিপেটা ইউনুসের পুলিশের, হাসপাতালে ৭৫

Yunus police baton charge students, 75 hospitalised

বাংলাদেশে ফের জুলাই আন্দোলন!

সেই জুলাই, সেই ঢাকা, সেই ছাত্র আন্দোলন! কেবল এক বছর ডিঙিয়ে বদলে গিয়েছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। সোমবার দুপুরে বিমান দুর্ঘটনায় ছাত্রদের ও নিহত হওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছিল জনতা। মাইলস্টোন স্কুল ও কলেজে ভয়ংকর দুর্ঘটনার পরেও এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় এবং আরও একগুচ্ছ অভিযোগে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে উত্তাল ঢাকা। মঙ্গলবার দুপুরে থেকে রাজধানীর সচিবালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন শিক্ষার্থীরা। পালটা শিক্ষার্থীদের উপর লাঠিপেটার অভিযোগ মহম্মদ ইউনুসের পুলিশের বিরুদ্ধে। আহত ৭৫ জন ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

সচিবালয়ের সামনে বিক্ষোভ শুরু হলেও আন্দোলনের আঁচ ক্রমশ ছড়িয়ে পড়ে ঢাকা শহরজুড়ে। যার ফলে অবরুদ্ধ হয়ে পড়ে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। প্রথম আলো সূত্রে জানা গিয়েছে, আন্দোলনের জেরে সচিবালয়ের সবক’টি প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। এতে সচিবালয়ের সামনের সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সচিবালয়ের সামনে জড়ো হন শিক্ষার্থীরা।

এক এইচএসসি পরীক্ষার্থী জোনায়েদ আহমেদের বক্তব্য, ‘মাইলস্টোন কলেজে এত বড় বিপর্যয়ের পরও আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়নি। এরপর রাত তিনটে নাগাদ সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে ঘুম থেকে উঠে পরীক্ষার প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হওয়ার পর শুনেছি পরীক্ষা স্থগিত।” অবিবেচক শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতেই আন্দোলনে নেমেছেন তাঁরা। ছাত্ররা স্লোগান দিতে থাকেন, ‘ভুয়া ভুয়া’ এবং “আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে।”

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) ও শিক্ষা মন্ত্রকের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সদ্য প্রকাশিত মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীরা অটো পাসের দাবিতে বিক্ষোভ দেখায়। এ সময় তারা সচিবালয়ে জোর করে ঢোকার চেষ্টা করলে ধস্তাধস্তি ঘটে। বিকেল দিকে চার দফায় সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা যায়। মঙ্গলবার দুপুরে সাইন্সল্যাবে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ রাজধানীর কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন। পরে তারা মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে যান। এ সময় তাঁরা শিক্ষা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলেই আইনশৃঙ্খলা রক্ষকদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। 

জানা গিয়েছে, সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপে আহত হয়েছেন ৭৫ জন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

In Himachal, 5 lives lost due to the disaster in 36 hours, 400 roads closed due to landslides. Read Next

অতি বৃষ্টি অব্যাহত, ছত্র...