১৩ বছরের মেয়েকে বিয়ে করেছেন ৪০ বছরের ব্যক্তি
ঘরে রয়েছে প্রথম পক্ষের স্ত্রী। তারপরও আবার বিয়ের পিড়িতে বসেছিলেন ৪০ বছরের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানায়। সূত্রের খবর, সেখানে বছর ১৩-১৪ বছর বয়সী মেয়েকে ৪০ বছর বয়সী এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছিল। বিষয়টি সামনে আসতে সমাজ মাধ্যম ও অভিভাবকেরা ব্যাপক চিন্তার ঝড় তোলে (Viral)। জানা যায় ওই মেয়েটি অষ্টম শ্রেণীর ছাত্রী। পাশাপাশি এই ঘটনাটি স্কুলের এক শিক্ষক পুলিশের কাছে জানিয়েছে।
স্লোগান যতই উঠুক ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’, বাস্তবের ক্ষেত্রে সেই ছবি একেবারেই অন্য। আবারো উঠে এলো বাল্যবিবাহের ঘটনা। এবার ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানায় (Telengana)। জানা যায়, ১৩-১৪ বছরের একটি নাবালিকাকে বিয়ে করেছেন ৪০ বছরের এক ব্যক্তি।এই ঘটনা জানাজানি হতেই সমাজকর্মী এবং অভিভাবকেরা ব্যাপক নিন্দার ঝড় তোলে। সূত্রের খবর, গত ২৮ মে, ৪০ বছর বয়সি শ্রীনিবাস গৌড় নামের এক ব্যক্তি জোর করে ১৩ বছরের ওই ছাত্রীকে বিয়ে করেন। ছাত্রীটি ওখানকার একটি স্থানীয় এক স্কুলে পড়ে। ওই ছাত্রী তার শিক্ষিকাকে বিয়ের কথা জানিয়ে বলে এই বিয়েতে তার মত ছিল না।