You will be redirected to an external website

ব্লিঙ্কিট ও সুইগির পোশাকে গয়নার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, ধরা পড়ল সিসিটিভিতে, দেখুন ভিডিও

A daring robbery at the jewelry store with Blinkit and Swiggy in the outfits.

ব্লিঙ্কিট ও সুইগির পোশাকে গয়নার দোকানে দুর্ধর্ষ ডাকাতি

ডেলিভারি এজেন্ট সেজে গাজিয়াবাদের একটি জুয়েলারি দোকানে ঢুকে পড়ল দুই দুষ্কৃতি। খাবার এবং প্রয়োজনীয় জিনিস সরবরাহকারী ডেলিভারী সংস্থা ব্লিঙ্কিট (Blinkit) এবং সুইগির (Swiggy) ইউনিফর্ম পরা ওই দুই ব্যক্তি মাত্র ছয় মিনিটের মধ্যেই দোকান থেকে প্রচুর রুপো ও সোনা নিয়ে চম্পট দেয়।

দোকানে সেইসময় ছিলেন মাত্র একজন কর্মচারী। তাঁর চোখের সামনেই লুট চালায় তারা। পুরো ঘটনাটি ধরা পড়েছে দোকানের সিসিটিভি ক্যামেরায়।

একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, Blinkit ও Swiggy-এর পোশাক পরা দুই ব্যক্তি দোকানে ঢুকে গয়না ও অন্যান্য সামগ্রী ব্যাগে ভরে নিচ্ছে। দোকানের কর্মচারী পাশে দাঁড়িয়ে থাকলেও তেমন কিছু করতে পারেননি। মুহূর্তের মধ্যে কাজ সেরে দু’জনে বাইকে করে চম্পট দেয়। তারপর কোনওরকমে দোকানের কর্মী বাইরে ছুটে গিয়ে সাহায্যের জন্য চিৎকার করেন।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটে দুপুরে, যখন দোকানের মালিক কৃষ্ণ কুমার বর্মা দুপুরের খাবার খেতে গিয়েছিলেন। দোকান সামলাচ্ছিলেন কর্মী শুভম। চুরির পর শুভম মালিককে ফোনে খবর দেন, এরপর পুলিশে অভিযোগ দায়ের করা হয়।

ডেপুটি কমিশনার অফ পুলিশ জানান, "অভিযোগকারী জানিয়েছেন, দু’জন অজানা ব্যক্তি বাইকে করে এসে তাঁর গয়নার দোকানে ঢুকে বন্দুক দেখিয়ে ২০ কেজি রুপো ও ২৫ গ্রাম সোনা লুট করে পালায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় ৬টি তদন্তকারী দল গঠন করা হয়েছে।"

তবে এই ডাকাতির সময় যে কর্মচারী দোকানে উপস্থিত ছিলেন, তাঁর ভূমিকা নিয়েও তদন্ত চলছে। ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Demand for alkaline water is increasing due to health awareness! Know the benefits of this special water Read Previous

স্বাস্থ্য সচেতনতায় বাড়...

‘I hereby announce…’, the same post all over Facebook overnight! What’s the matter? Read Next

‘এই মর্মে ঘোষণা করছি…’, র...