You will be redirected to an external website

পথ আটকে দাঁড়িয়ে বাঘ! 'সর তো কিটি', বলে মাথায় হাত বোলালেন মাতাল, অফার করলেন মদও! দেখুন ভিডিও

Face to face with a tiger! But he was not afraid at all, he walked towards it, patted its head and even petted it.

পথ আটকে দাঁড়িয়ে বাঘ!

বাঘের সঙ্গে মুখোমুখি! কিন্তু ভয় পেলেন না বিন্দুমাত্র, এগিয়ে গেলেন তার দিকে, মাথায় হাত বুলিয়ে আদরও করলেন। শুনে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। মাঝরাতে এক মাতাল ব্যক্তি বাঘকে দেখে মনে করলেন সেটা নাকি একটা বড় বিড়াল (Drunk man mistakes tiger for cat)! আশেপাশে কেউ তখনও টের পায়নি, যে প্রাণীটি আসলে বেঙ্গল টাইগার, যে বন্যার জলে পথ হারিয়ে এই গ্রামে এসে পড়েছে। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সেই অবিশ্বাস্য মুহূর্তের (Drunk man pats tiger) ভিডিও এখন ভাইরাল, আর ঘটনা পর ওই যুবক রাজু পাটেল রাতারাতি হয়ে উঠেছেন ‘লোকাল লেজেন্ড’।

জানা গেছে, রাজু পাটেল (৫২) সেদিন রাতে বন্ধুদের সঙ্গে তাস খেলতে বসেছিলেন। খেলা শেষে বাড়ি ফেরার পথে,  দেশি মদ খেয়ে তিনি কিছুটা নেশাগ্রস্ত ছিলেন। হঠাৎ রাস্তার পাশে দেখতে পান একটি বড় প্রাণী- যাকে তিনি মনে করেছিলেন কোনও বড় বিড়াল। কিন্তু সেটি আসলে ছিল এক বেঙ্গল টাইগার, যেটি বন্যা ও বৃষ্টিতে পেঞ্চ টাইগার রিজার্ভ থেকে পথ হারিয়ে গ্রামে চলে এসেছিল।

চোখে-মুখে ভয় নয়, বরং মৃদু মাতাল হাসি নিয়ে রাজু প্রাণীটির দিকে এগিয়ে যান। তারপর বলেন, 'সরে যা, কিটি',  এবং অবলীলায় বাঘটির মাথায় হাত বুলিয়ে দেন! আশ্চর্যজনকভাবে, বাঘটিও তখন সম্পূর্ণ ক্লান্ত ছিল তাই আক্রমণ করেনি। প্রায় পাঁচ থেকে দশ মিনিট রাজু ও বাঘটি একই জায়গায় দাঁড়িয়ে থাকে। এমনকি রাজু নাকি বাঘটিকে নিজের মদের বোতলও এগিয়ে দিয়েছিলেন।

এরপর খবর পেয়ে বন দফতরের (Forest Department) দল ঘটনাস্থলে পৌঁছে যায়। স্পটলাইট ও হালকা অজ্ঞানকারক ওষুধের সাহায্যে তারা ক্লান্ত বাঘটিকে নিরাপদে জঙ্গলে ফিরিয়ে নিয়ে যায়। এই ঘটনায় কেউ আহত হননি। পরদিন সকালে যখন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, রাজু পাটেল রাতারাতি 'স্থানীয় কিংবদন্তী' হয়ে ওঠেন। সংবাদমাধ্যমের প্রশ্নেও তিনি নির্ভীকভাবে বলেন, 'ওটা তো শুধু একটা বিড়ালই ছিল!'

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Demand for alkaline water is increasing due to health awareness! Know the benefits of this special water Read Previous

স্বাস্থ্য সচেতনতায় বাড়...