You will be redirected to an external website

'বাইরে গিয়ে কাজ করা যাবে না' কথা না শোনায় ভাইঝির সঙ্গে চুলোচুলি, কামড়ে দিলেন পিসি

A family dispute in Rudrapur, Uttarakhand has gone viral on social media.

পারিবারিক ঝামেলা ভাইরাল হয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়

উত্তরাখণ্ডের রুদ্রপুরের এক পারিবারিক ঝামেলা ভাইরাল হয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। রাস্তায় চুল টানাটানি থেকে শুরু করে কামড়, বাদ পড়ল না কিছুই। পিসি ও ভাইঝির এই চুলোচুলির ভিডিও দেখে অবাক হয়ে গিয়েছে নেটপাড়া। উস্কে দিয়েছে মেয়েদের স্বাধীনতা নিয়ে একাধিক প্রশ্নও।

ঘটনাটি ঘটেছে উধম সিং নগরের রুদ্রপুরে। ভিডিওতে দেখা যায়, পিসি ও ভাইঝি রাস্তায় দাঁড়িয়ে তুমুল তর্কে জড়িয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই সেই ঝগড়া হাতাহাতিতে গড়ায়। প্রথমে পিসি ভাইঝিকে চড় মারেন, তারপরে ভাইঝিও পাল্টা প্রতিক্রিয়া দেখান। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ভাইঝির হাত মুখে নিয়ে জোরে কামড়ে দেন পিসি।

পরে ওই তরুণী রামপুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, তাঁর পিসি ছোটবেলায়, নাবালিকা বয়স থেকেই তাঁকে দিয়ে সমস্ত ঘরের কাজ করাতেন। এখন তিনি বড় হয়েছেন এবং দুই ছোট বোনকে দেখাশোনার দায়িত্ব নিতে হয়। সংসারের খরচ সামলাতে বাইরে কাজ করতে হচ্ছে তাঁকে। কিন্তু এই স্বাধীনতা মেনে নিতে পারছিলেন না পিসি। সেই বিরোধ থেকেই সংঘর্ষ শুরু হয়েছিল বলে দাবি করেন তরুণী।

অভিযোগপত্রে তিনি পিসিকে “দত্তক পিসি” বলে উল্লেখ করেছেন। পুলিশের কাছে তিনি জানান, দীর্ঘদিন ধরেই বাইরে কাজ করা নিয়ে তাঁদের মধ্যে টানাপড়েন চলছিল।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রামপুরা থানার এক পুলিশ আধিকারিক নিশ্চিত করেছেন যে অভিযোগ পাওয়া গেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Demand for alkaline water is increasing due to health awareness! Know the benefits of this special water Read Previous

স্বাস্থ্য সচেতনতায় বাড়...