মন্দিরের প্রসাদে আস্ত একটা শামুক!
মন্দিরের প্রসাদে একটা ছোট্ট শামুক! সেই ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এক দম্পতি। তারপরেই তোলপাড় গোটা নেটপাড়া। অন্ধ্রপ্রদেশের সিংহাচলম মন্দিরের প্রসাদের প্যাকেটে একটি ছোট শামুক পাওয়া গেছে, এমনটাই অভিযোগ তুলেছেন এক দম্পতি।
ওই দম্পতি সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে দাবি করেন, প্রসাদের প্যাকেটে শামুকটি পাওয়া গিয়েছে। এমনকি তাঁরা যখন বিষয়টি মন্দির কর্তৃপক্ষকে জানান, তখন কোনও ব্যাখ্যা ছাড়াই তাঁদের কাছ থেকে প্যাকেটটি কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ।
ভিডিওটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে মন্দির প্রশাসন পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে। মন্দিরের এগজিকিউটিভ অফিসার এন সুজাতা বলেন, এই ঘটনাটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মন্দিরের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।
ওই দিন প্রায় ১৫,০০০ প্রসাদের প্যাকেট বিক্রি হয়েছে, কিন্তু অন্য কোনও ভক্ত এমন অভিযোগ করেননি। মন্দিরের রান্নাঘর অত্যন্ত পরিচ্ছন্ন এবং সিসিটিভি ক্যামেরার নজরদারিতে থাকে। তাই সেখানে এমন গাফিলতি ঘটা অসম্ভব বলে কর্তৃপক্ষের দাবি।
পুলিশ বর্তমানে ঘটনার সত্যতা যাচাই করতে কয়েকটি বিষয়ের ওপর জোর দিচ্ছে। অটোমেটিক মেশিনে প্রসাদ তৈরির সময় বাইরে থেকে কোনও কিছু ভেতরে যাওয়ার সুযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসাদ কাউন্টারের ফুটেজ দেখা হচ্ছে যাতে ওই দম্পতির সঙ্গে কর্মীদের কথোপকথনের সত্যতা যাচাই করা যায়। মন্দিরের অভিজ্ঞ কর্মীরা জানিয়েছেন, দীর্ঘ ৩০ বছরের ইতিহাসে এমন ঘটনা সত্যিই আগে দেখা যায়নি।
এই ঘটনাটি রাজনৈতিক মোড়ও নিয়েছে। বিরোধীরা মন্দির কর্তৃপক্ষের সমালোচনা করে জানিয়েছেন, প্রসাদের গুণমান পরীক্ষা না করে ভক্তদের বিরুদ্ধে মামলা করা অনুচিত। তবে পুলিশ আপাতত ভুল তথ্য ছড়ানোর অভিযোগে একটি মামলা দায়ের করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ওই দম্পতিকে তলব করার প্রস্তুতি নিচ্ছে।