স্মার্ট ডিজিটাল গ্লাস
স্মার্ট ফোন, স্মার্ট ওয়াচের পর এবার স্মার্ট গ্লাস। তরুণ প্রজন্ম এবার বেশি ঝুঁকছেন স্মার্ট গ্লাসের প্রতি। এই স্মার্ট চশমার সাহায্যে অনায়াসে ডিজিটাল পেমেন্ট করতে সক্ষম। এই নতুন প্রযুক্তির উদ্ভাবন করেছে চীনের বিখ্যাত ডিজিটাল ওয়ালেট সেবা আলিপে প্লাস এবং ভোক্তা ইলেকট্রনিক্স নির্মাতা মেইজু।
সম্প্রতি হংকংয়ে আলিপে এইচকে এবং মেইজুর স্টারভি স্ন্যাপ স্মার্ট গ্লাস ব্যবহার করে প্রথম রিয়েল ওয়ার্ল্ড ডিজিটাল পেমেন্ট কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। গ্রাহকরা কোনো স্মার্টফোন বা কার্ড ছাড়াই শুধুমাত্র স্মার্ট গ্লাস ব্যবহার করেই দোকানের বিল পরিশোধ করেছেন। স্টারভি স্ন্যাপ স্মার্ট গ্লাস মূলত একটি অগমেন্টেড রিয়ালিটি (এআর) ভিত্তিক ডিভাইস, যার ভেতরে রয়েছে ইনবিল্ট ক্যামেরা, নয়েজ ক্যানসেলিং মাইক্রোফোন এবং এআই প্রসেসিং ইউনিট।
এই স্মার্ট গ্লাসের বিশেষত্ব হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক প্রসেসিং। এটি ব্যবহারকারীর মুখের অঙ্গভঙ্গি, ভয়েস টোন ও চোখের মুভমেন্ট অনুযায়ী তথ্য বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। এই প্রযুক্তি আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে খুব দ্রুত এটি বৈশ্বিকভাবে ছড়িয়ে পড়বে।