You will be redirected to an external website

গুপ্ত শত্রু আপনার কোনও ক্ষতি করছে কি না বুঝবেন কীভাবে? জ্যোতিষশাস্ত্র বলছে…

How do you know if a secret enemy is doing you any harm?

গুপ্ত শত্রু আপনার কোনও ক্ষতি করছে

তন্ত্র মন্ত্র, ব্ল্যাক ম্যাজিক যত দিন যাচ্ছে, আরও জোরাল হচ্ছে। এমন অনেক ব্যক্তি রয়েছেন, যারা এর প্রভাবে সর্বহারাও হয়েছেন। কীভাবে বুঝবেন আপনার উপর কেউ কোনওরকম তন্ত্র মন্ত্র বা ব্ল্যাক ম্যাজিক করেছে? জ্যোতিষ গুরু প্রজাপত্যানন্দ তীর্থনাথজি জানিয়েছেন, কোনও ব্যক্তির ক্ষতি অন্য কেউ করতে চাইছেন কি না, সেটা বোঝার উপায়।

জ্যোতিষ গুরু প্রজাপত্যানন্দ তীর্থনাথজির মতে, ক্ষতির নানা প্রকারভেদ রয়েছে। পাশাপাশি নানা প্রয়োগও রয়েছে, যদিও লক্ষণ আলাদা। প্রজাপত্যানন্দর কথায় বেশ কয়েকটি লক্ষণ দেখলে বুঝতে হবে, কেউ না কেউ আপনার ক্ষতি করতে চাইছে। তিনি জানান, যেমন – শারীরিক হানি হচ্ছে কি না নজর রাখতে হবে। আচমকা ওজন কমে যাওয়া বা বেড়ে যাওয়ার দিকেও নজর দেওয়া জরুরি।

অনেক সময় অনেকের খাওয়া দাওয়ার প্রতি রুচি কমে যায়। আবার পরিমাণের চেয়ে বেশি অস্বাভাবিক খাবারও অনেকে মাঝে মাঝে খায়। কেউ আপনার ক্ষতি করতে চাইলে অনেক সময় স্বাস্থ্যে, খাদ্যগ্রহণে বা খাদ্যাভাসের ক্ষেত্রে সেই প্রভাব পড়ে।

জ্যোতিষ গুরু প্রজাপত্যানন্দ তীর্থনাথজি বলেছেন, যদি কারও উপর কোনও প্রয়োগ করা থাক, তা হলে সেই ব্যক্তির আশেপাশে মাছি ও কালো ভ্রমর দেখা যাবে। যদি সেটা কর্মক্ষেত্রে দেখেন, তা হলে বুঝতে হবে যে, কর্মক্ষেত্র নষ্ট করার জন্য কেউ আপনার উপর কোনও ক্রিয়া করেছে। আর যদি কেউ নিজের বাড়িতে এমনটা দেখেন, তা হলে বুঝতে হবে বাড়িতে, বাস্তুতে এই প্রয়োগটি করা হয়েছে।

অনেক সময় যদি কোনও গুপ্ত শত্রু কারও উপর কিছু প্রয়োগ করেন, তা হলে সেই ব্যক্তির মানুষের প্রতি আচরণে প্রবল তারতম্য দেখা যায়। যেমন – যে মানুষটির সঙ্গে আগে কোনও সম্পর্ক ছিল না, তার সঙ্গে আচমকা অধিক সখ্যতা দেখা আয়, তার প্রতি অধিক টান লক্ষ্য করা যায়, ভাল হোক বা মন্দ তার নাম শুনলেই ভাল লাগতে থাকে বা অতিরিক্ত বিরক্ত হয়ে যান। যদি আচমকা অস্বাভাবিক মানসিক পরিবর্তন দেখা যায়, তা হলে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।

গুপ্ত শত্রু ক্ষতি করতে চাইলে, মাঝে মাঝে আচমকা চোখে ঝাপসা দেখেন (যার উপর প্রয়োগ হয়েছে, তিনি), রাত্রে অস্বাভাবিক শব্দ শুনতে পান তিনি (বাড়ির ছাদে বা আশেপাশে)। প্রায়শই খাবারে বেশি চুল দেখতে পান, রাতে ঘুমের মধ্যে ভৌতিক, হিংস্র পশু, কোনও ব্যক্তির মৃত্যু, নিজের মৃত্যুর স্বপ্ন দেখতে থাকেন। অধিক মাত্রায় যদি কারও প্রতি ভয়, ভীতি তৈরি হয়, সেটিও তন্ত্র প্রয়োগের একটি লক্ষণ বলে ধরা হয়।

যদি কেউ আচমকা আঁশটে বা বাজে গন্ধ পান বা শরীর খারাপ যদি হয়, তা হলে চোখ ভেতরে ঢুকে যায়। মল-মূত্রর সঙ্গে তৈলাক্ত পদার্থ নিঃসৃত হতে শুরু করে। যদি দেখেন হাওয়া বাতাস ছাড়া বাড়ির ভেতরের কোনও জিনিস পড়ে যাচ্ছে, তা হলে বুঝতে হবে গুপ্ত শত্রু আপনার কিছু না কিছু ক্ষতি করতে চাইছে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Demand for alkaline water is increasing due to health awareness! Know the benefits of this special water Read Previous

স্বাস্থ্য সচেতনতায় বাড়...

Woman files police complaint against bakery after finding snake inside snack bag Read Next

স্ন্যাকসের পুরের মধ্যে ...