ফাইল চিত্র
ভারতীয়দের দুবাই যাত্রায় আরও সুখবর। এবার ভারতীয়দের দুবাই আমন্ত্রণে এগিয়ে এলো সংযুক্ত আরব আমিরশাহি। এ বার ভারতীয়দের ক্ষেত্রে আজীবনের জন্য ‘গোল্ডেন ভিসা’ দেওয়া শুরু করবে দুবাই। ভারতীয় পর্যটক এবং ব্যবসায়ীদের কাছে একাধিক কারণে দুবাই গুরুত্বপূর্ণ গন্তব্য। সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী শহরটি গত দশ বছরে বিশ্বের প্রথম সারির পর্যটনকেন্দ্রগুলির অন্যতম হয়ে উঠেছে।
এখন জেনে নেওয়া যাক গোল্ডেন ভিসা কী। জানা গেছে, সংযুক্ত আরব আমিরশাহির অধীনস্থ সাতটি দেশে বসবাস, পড়াশোনা, ব্যবসার জন্য বিদেশিদের ৫ থেকে ১০ বছর মেয়াদ বিশিষ্ট বিশেষ ভিসা দেওয়া হয়। এই ধরনের ভিসাকে ‘গোল্ডেন ভিসা’ বলা হয়। এই ভিসা থাকলে দুবাইয়ে থাকা, পড়াশোনা বা চাকরির ক্ষেত্রে কোনও ‘স্পনশরশিপ’ দেখাতে হয় না। ‘মাল্টিপল এন্ট্রি’র সুবিধাযুক্ত এই ভিসায় সংশ্লিষ্ট ব্যক্তি পরিবারের সদস্যদের (সর্বাধিক ২৫ জন) নিয়ে দুবাইয়ে প্রবেশ করতে পারেন। স্বাস্থ্য পরিষেবা-সহ নাগরিকদের মতো অন্যান্য সুবিধাও তিনি পেয়ে থাকেন।
এর আগে দুবাইয়ের গোল্ডেন ভিসা পাওয়ার জন্য কোনো ভারতীয়কে নূন্যতম ৪ কোটি টাকারও বেশি বিনিয়োগ করতে হত ওই দেশের রিয়্যাল এস্টেটে। বর্তমান নতুন নিয়মে এই গোল্ডেন ভিসা পাওয়ার জন্য ১ লক্ষ টাকা দিতে বিনিয়োগ করলেই হবে জলে সূত্রের খবর। ভারতের পাশাপাশি বাংলাদেশ থেকেই এই ভিসার জন্য আবেদন করা যাবে।
দুবাইয়ের গোল্ডেন ভিসার আবেদন প্রক্রিয়ার দায়িত্ব পেয়েছে ‘রায়াদ গ্রুপ’। ভারতে বসেই এই ভিসার আবেদন করা যাবে। প্রথমে আবেদনকারী সম্পর্কে প্রথমে তথ্য যাচাই করা হবে। যার মধ্যে ব্যক্তির অপরাধ সংক্রান্ত ইতিহাস, আর্থিক কেলেঙ্কারি, সমাজমাধ্যমে প্রভাব-সহ বিভিন্ন বিষয় খুঁটিয়ে দেখা হবে। পাশাপাশি, আবেদনকারী ভিসা পাওয়ার পর সংযুক্ত আরব আমিরশাহির উন্নতিতে কীভাবে সাহায্য পাবে সে বিষয়েও খতিয়ে দেখবে এই সংস্থা। যাবতীয় তথ্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে আরব আমিরশাহি সরকার।