You will be redirected to an external website

ফের আশা জাগাচ্ছে সোনা, পরপর দু’দিনে ৯ হাজার ৫০০ টাকা কমল সোনার দাম!এবার সোনা নামবে ৭৫ হাজারে?

Gold is rekindling hope, the price of gold has decreased by 9,500 taka in just two consecutive days!

এবার সোনা নামবে ৭৫ হাজারে?

সোনার দাম গত ১ মাসে ক্রমাগত ওঠানামার মধ্যে দিয়ে গেলেও গত ২ দিনে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে প্রায় ৯৫০ টাকা। অর্থাৎ, ১০০ গ্রাম সোনার দাম কমেছে ৯ হাজার ৫০০ টাকা। আর তারপরই আশার আলো দেখছে বাঙালি মধ্যবিত্ত। কারণ, সোনার দাম ধীরে ধীরে কমতে থাকায় মনে করা হচ্ছে ম্যাক্স লেটনের ভবিষ্যদ্বাণী সত্যি হলেও হতে পারে। ৭৫ হাজারে নামতে পারে সোনার দাম।

২৪ ক্যারেট সোনার দাম

আজ ১৬ জুলাই ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৫০০ টাকা। সোনার দাম হয়েছে ৯৯ হাজার ৩৪০ টাকা। ১ গ্রাম সোনার দাম হয়েছে ৯ হাজার ৯৩৪ টাকা।

২২ ক্যারেট সোনার দাম

১০ গ্রাম গয়নার সোনা বা ২২ ক্যারেট সোনার দাম কমেছে প্রায় ৪৫০ টাকা। ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৯১ হাজার টাকা। ১ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৯ হাজার ১০০ টাকা।

১৮ ক্যারেট সোনার দাম

কমেছে ১৮ ক্যারেট সোনার দামও। ১০ গ্রামের দাম ৩৭০ টাকা কমে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৫১০ টাকা। ১ গ্রাম সোনার দাম হয়েছে ৭ হাজার ৪৫১ টাকা।

AUTHOR :Rima Ghatak

I am Rima Banerjee. I have completed my graduation in Mass Communication frome Kazi Nazrul University.last 3yrs i am Working as a content writer at Express news.

Demand for alkaline water is increasing due to health awareness! Know the benefits of this special water Read Previous

স্বাস্থ্য সচেতনতায় বাড়...

Yakten on high-speed internet in the lap of the mountains! India's first digital nomad village in Sikkim Read Next

পাহাড়ের কোলে হাই-স্পিড ...