You will be redirected to an external website

প্রিয় গানের উত্তরে আলতো জড়িয়ে ধরল সে! শুঁড়ের আড়ালে হাসি, আদরে বুজে আসছে চোখ, দেখুন ভিডিও

He hugged me gently in response to my favorite song! Smile behind my trunk

প্রিয় গানের উত্তরে আলতো জড়িয়ে ধরল সে!

কথা বলতে না পারলে কী হবে… ওরাও বোঝে গানের ভাষা, ভালবাসার স্পর্শ। হাতির স্নেহভরা আচরণ মন ছুঁয়ে গেল নেটবাসীর। ভাইরালও হয়েছে ভিডিওটি।

দেখা যাচ্ছে, একজন মহিলা গান গাইছেন, আর তার প্রতিটি শব্দের প্রতিধ্বনিতে একটি হাতি তাকে আপন করে জড়িয়ে ধরেছে তার শুঁড়ে।

ভিডিওটি শেয়ার করেছেন লেক চাইলার্ট, যিনি থাইল্যান্ডের ‘Save Elephant Foundation’-এর প্রতিষ্ঠাতা। ভিডিওর সেই মহিলা তিনিই নিজে।ভিডিওতে দেখা যায়, লেক চাইলার্ট হাতিটির গালে মাথা রেখে মৃদু স্বরে গান গাইছেন। হাতিটি, নাম ফা মাই (Faa Mai) তার শুঁড় দিয়ে চাইলার্ট-কে জড়িয়ে ধরে। যেন বলছে, ‘থেমো না, পাশে থাকো।’ মাঝে মাঝে চোখ বুজে যাচ্ছে তার, চাইলার্ট গালে-শুঁড়ে হাত বোলালে যেন হালকা এক হাসি ফুটে উঠছে হাতিটির মুখে।

চাইলার্ট পোস্টের ক্যাপশনে লেখেন - “প্রতিদিন দুপুরটুকু একটু মন হালকা করার সময়। ওই সময় হাতির দল গাছের ছায়ায় জড়ো হয়। তখনই ওদের সঙ্গে আমার নিরিবিলি সময় কাটে।”

তিনি আরও লেখেন, “ওদের সবচেয়ে পছন্দের সময় হল যখন আমি ওদের গান শোনাই। বিশেষ করে ফা মাই - গান শুনে খুশি হলে আমাকে এক পা-ও যেতে দেয় না। ওর প্রিয় গানটা না গাওয়া পর্যন্ত আমাকে আটকে রাখে।”

চাইলার্ট জানান, ‘গান শুধু আনন্দই দেয় না, হাতিদের মনও কোমল করে তোলে। ওদের আরও সংবেদনশীল করে তোলে।’
এই ভিডিও দেখে আবেগে ভাসল ইন্টারনেট। তা ইতিমধ্যেই ২.৫৮ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে।

“শুধু ভালবাসা আর বিশ্বাস। অপূর্ব মুহূর্ত।”
“স্ক্রিনের এপার থেকেও যেন ওদের বন্ডিং অনুভব করা যাচ্ছে।”
“আমি ভিডিওর অর্ধেক পথেই কেঁদে ফেলেছি। মানুষের প্রতি বন্য প্রাণীদের এতটা স্নেহ আগে কখনও দেখিনি।”
“উনি যেভাবে মাথা হেলিয়ে আছেন, আর হাতিটিও যেভাবে সাড়া দিচ্ছে - মন ভরে গেল।”

এমনই নানারকম মন ভাল করা কমেন্টে বার্তাবাক্স উপচে পড়ছে ভালবাসায়।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Demand for alkaline water is increasing due to health awareness! Know the benefits of this special water Read Previous

স্বাস্থ্য সচেতনতায় বাড়...

40-year-old man marries 13-year-old girl in front of his first wife Read Next

প্রথম স্ত্রী’র চোখের সা...