মধ্যরাতে যেন সাক্ষাৎ যমদূত!
নীলগিরির অরণ্যপথ ধরে একসঙ্গে হাঁটছে তিন চিতা। একটি কালো, বাকি দু’টি সাধারণ। রাতের অন্ধকারে ধরা পড়েছে এই বিরল দৃশ্য। বনদফতরের এক আধিকারিক সেই ভিডিও শেয়ার করতেই চমকে গিয়েছেন নেটিজেনরা। ভাইরাল হয়েছে ২৯ সেকেন্ডের ক্লিপ।
এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন ভারতীয় বন পরিষেবা (IFS)-এর অফিসার প্রবীণ কাসওয়ান। ভিডিওটি ১৬ জুলাই তোলা। এক্স (পূর্বতন টুইটার)-এ তিনি লেখেন, “ব্ল্যাক প্যান্থার আর তার বন্ধুরা নীলগিরির রাস্তায় রাত্রিকালীন হাঁটতে বেরিয়েছে। কী বিরল দৃশ্য!”
তিনি আরও জানিয়েছেন, ভারতে যাকে ‘ব্ল্যাক প্যান্থার’ বলা হয়, সেটি আসলে সাধারণ চিতাবাঘের (Panthera pardus) একটি মেলানিস্টিক রূপ। এক ধরনের জিনগত বৈশিষ্ট্যের কারণে এদের গায়ের রঙ এমন হয়। তবে আলো পড়লে দেখা যায় চেনা চিতাবাঘের মতোই শরীর জুড়ে দাগ রয়েছে।
এই ধরনের কালো চিতা একাকী দেখা যায়। কিন্তু একসঙ্গে একটি ব্ল্যাক প্যান্থার ও দুই সাধারণ চিতাবাঘের হাঁটাচলা ক্যামেরায় ধরা পড়া সত্যিই বিরল ঘটনা বলে জানিয়েছেন প্রবীণ।