কোরিয়ান যুবকের লুচি-আলুর দম খাওয়ার 'কায়দা' ভাইরাল
সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখা যায় বিদেশিরা প্রথমবার ভারতীয় খাবার (foreigners trying Indian food) খাচ্ছেন - কখনও হাত দিয়ে খাওয়ার চেষ্টা করছেন, আবার কখনও শুধুমাত্র তাঁদের প্রতিক্রিয়াই ভাইরাল হয়ে যায়। তবে সম্প্রতি পোস্ট হওয়া একটি ভিডিওতে (Korean man eating viral video) ধরা পড়েছে একেবারে আলাদা এক দৃশ্য। এক কোরিয়ান যুবক চপস্টিক দিয়ে লুচি আর আলুর দম খাচ্ছেন (Korean man eating luchi with chopsticks)!
সাধারণত বাঙালির প্রিয় এই কম্বো হাতে দিয়েই খাওয়া হয়। গরম ফুলকো লুচি হোক, বা ঠান্ডা হয়ে নেতিয়ে যাওয়া ‘নুচি’, হাত দিয়ে ছিঁড়ে যেকোনও তরকারিতে ডুবিয়ে খাওয়া – সে এক স্বর্গীয় অনুভূতি। কিন্তু ওই কোরিয়ান যুবক একেবারে নিজস্ব ভঙ্গিতে, চপস্টিকের ‘ফাইন’ কায়দায় খেতে শুরু করলেন। শুধু তাই নয়, তিনি চমৎকারভাবে লুচিকে অর্ধেক ভাঁজ করে তার মধ্যে আলু আর গ্রেভি ভরে একেবারে নিখুঁত ‘বাইট’ তৈরি করলেন। এতটাই দক্ষতার সঙ্গে করলেন যে যাঁরা আগে এটা দেখেননি, তাঁদের মনে হতে পারে এটাই বুঝি লুচি-আলুর দম খাওয়ার নিয়ম।
মাত্র একদিনের মধ্যেই ভিডিওটি ৭.৮ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে।
কমেন্ট সেকশনও ভরে উঠেছে নানারকম মজার প্রতিক্রিয়ায়। এক নেটিজেন লিখেছেন, “যখন কেউ তাঁদের মনের অদমনীয় ইচ্ছেটাকে প্রশয় দেয়, এটাই হয়।’’
আরেকজনের মন্তব্য, “নারুতোর (Naruto) ভারত ভ্রমণ। লাইভ অ্যাকশন।’’
তৃতীয় জন ঠাট্টা করে লিখেছেন, “উনি এখনও স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারছেন? এই অপরাধের পরও?’’
এছাড়া এক ব্যবহারকারীর মন্তব্য,“আমার স্বামী কোরিয়ান, আর ও ভারতীয় খাবার হাত দিয়ে খায়। এই ভদ্রলোক আবার কী করছেন?” আরেকজন লিখেছেন, “আসলে আমাদের বলারও কিছু নেই, কারণ অনেক ভারতীয়ও তো হাত দিয়েই নুডলস খেয়ে থাকেন।”
এই অদ্ভুত কিন্তু মজাদার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ার নতুন বিনোদনের কেন্দ্রবিন্দু।