চিতা
চিতাবাঘকে উদ্ধার করে জঙ্গলে ছেড়েছিলেন বনবিভাগের কর্মীরা। কিন্তু তার পরেও চিন্তা দূর হচ্ছিল না তাঁদের। চিতাবাঘের উপর নজরদারি চালিয়ে যাচ্ছিলেন তাঁরা। চিতাবাঘটি যেখানে যাচ্ছিল, সেখানেই তার পিছু নিচ্ছিল একটি ড্রোন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ড্রোনের ক্যামেরাবন্দি এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। তা দেখে মুগ্ধ হয়েছে নেটপাড়া।
পরবীন কাসওয়ান নামের এক আইএফএস আধিকারিক তাঁর এক্স হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি চিতাবাঘ মাঝনদীতে সাঁতার কাটছে। সাঁতার কাটতে কাটতে সে নদীর ধারে চলে যায়। জল থেকে উঠে সে ডাঙায় পা রাখে।
তার পর এক দৌড়ে গভীর জঙ্গলে ঢুকে পড়ে। চিতাবাঘের পিছু নিয়ে ড্রোনটিও এগিয়ে চলে। ভিডিয়োটি পোস্ট করে আইএফএস আধিকারিক জানিয়েছেন, চিতাবাঘটিকে উদ্ধার করে কিছু দিন আগে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। তবে চোরাশিকার রুখতে সেই চিতাবাঘের গতিবিধির উপর নজর রাখছে বনবিভাগ। এই ভিডিয়োটি দেখার পর ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। বনবিভাগের এই সিদ্ধান্তের প্রশংসাও করেছেন অনেকে।