You will be redirected to an external website

চলন্ত বাইকের সামনে প্রেমিকাকে বসিয়ে খোশগল্প, কলকাতার রাস্তার ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

But recently, a scene on the streets of Kolkata went viral on social media, where a young couple was seen sitting close together on a motorbike on a busy road (Bike Viral Video).

কলকাতার রাস্তার ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

ভালবাসা এমন এক অনুভূতি, যা দুই মানুষের গভীর সংযোগের প্রতীক। এর সৌন্দর্য লুকিয়ে থাকে আন্তরিকতায়, সম্মানে এবং ব্যক্তিগত পরিসরে। 

কিন্তু সম্প্রতি কলকাতার রাস্তায় যে দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media), যেখানে দেখা গেছে, এক যুবক-যুবতী ব্যস্ত রাস্তায় মোটরবাইকে (Bike) ঘনিষ্ঠ অবস্থায় বসে রয়েছেন (Bike Viral Video)। আশপাশের লোকজনের দিকে নজর না দিয়েই তারা নিজেদের মুহূর্তে ডুবে ছিলেন। পথচারীদের কেউ কেউ সেই দৃশ্য মোবাইলে ভিডিও করে অনলাইনে পোস্ট করেন। মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেটি।

এই ঘটনা ঘিরে শুরু হয়েছে নানামুখী আলোচনা। অনেকেই বলছেন, ভালবাসা বা সম্পর্ক নিয়ে কারও আপত্তি নেই, কিন্তু জনসমক্ষে এমন প্রদর্শন সমাজে অস্বস্তি সৃষ্টি করে। আবার কেউ কেউ মনে করছেন, এই ধরনের আচরণে তরুণ প্রজন্ম ভুল বার্তা পায়। এমনকি আইনগত জটিলতাও তৈরি হতে পারে, যদি তা ‘পাবলিক ইনডিসেন্সি’ হিসেবে ধরা হয়। তাছাড়া ব্যস্ত রাস্তায় সামনে উল্টো মুখ করে কাছের মানুষকে বসিয়ে, বাইক চালানো মোটেই কাজের কথা নয়। এতে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।

অনেকেই বলাবলি করছেন, সত্যিকারের ভালবাসা প্রকাশ পায় আচরণে, প্রদর্শনে নয়। তাই ভালবাসা যতই পবিত্র হোক, সেটি প্রকাশের ক্ষেত্র জনসমক্ষে হওয়া ঠিক নয়।

কেউ কেউ ওই ভাইরাল ওই পোস্টে লিখেছেন, ভালবাসা কখনও লজ্জার নয়, তবে তার প্রকাশে থাকা দরকার সংযম ও সম্মান। পরস্পরের প্রতি মমতা বা যত্ন দেখানোর মধ্যে বাধা নেই, কিন্তু তা যেন শালীনতার সীমানা না ছোঁয়— এই শিক্ষাই দেয় সমাজ ও সংস্কৃতি।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Demand for alkaline water is increasing due to health awareness! Know the benefits of this special water Read Previous

স্বাস্থ্য সচেতনতায় বাড়...