You will be redirected to an external website

ব্যাঘ্র সাম্রাজ্যের দখল নিয়ে মা-মেয়েতে মহারণ রণথম্বোরে, মজা চাখলেন পর্যটকরা

At first glance, it was a mother-daughter fight. That too over immovable property.

ব্যাঘ্র সাম্রাজ্যের দখল নিয়ে মা-মেয়েতে মহারণ রণথম্বোরে

আপাত দৃষ্টিতে মা-মেয়ের ঝগড়া। তাও স্থাবর সম্পত্তি নিয়ে বিবাদ। ঝামেলাটা দুপক্ষের গর্জন থেকে হাতাহাতিতেও পৌঁছল। ব্যাপক মারামারি, তাও আবার রাস্তার উপরেই। নাঃ, খবরটা কেমন ম্যাড়মেড়ে লাগছে না! কিন্তু, যদি বলা যায়- এটা মানুষের কোনও খবরই নয়। ব্যাঘ্র সাম্রাজ্য নিয়ে মহারণ রণথম্বোরের গভীর জঙ্গলে!

গত মঙ্গলবার বাঘ সাফারিতে যাওয়া পর্যটকরা রণথম্বোরের গভীর জঙ্গলে এরকমই ঘটনার সাক্ষী থাকলেন এবং চুটিয়ে ছবি তুলে ভাইরাল করে দিয়েছেন। বিখ্যাত বাঘিনী ঋদ্ধি (T-124) ও তার কন্যা মীরার মধ্যে বিরাট ঝামেলা বাধে সংরক্ষিত বনাঞ্চলের জোন ৩ এলাকায়। জঙ্গল সাফারি চলাকালীন এরকম ঘটনা বিরল তো বটেই একেবারে অস্বাভাবিকও।

সকালের সাফারি চলার সময় মা ও মেয়ে বাঘিনীর মুখোমুখি সাক্ষাৎ ঘটে। তারা একে অপরের দিকে স্থির দৃষ্টিতে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে। তারপরেই মীরা তার এলাকা দখল করতে মা এসেছে, এই ভাবনা নিয়ে ঝাঁপিয়ে পড়ে ঋদ্ধির উপর। আবার মায়ের এতকালের সাম্রাজ্য সে এবার দখল করবে, সেই বুদ্ধিও আসতে পারে।

ঝাঁপিয়ে পড়ার পরেই দুজনের মধ্যে মরণপণ লড়াই বেধে যায়। মা-মেয়ে দুজনেই গর্জন করতে থাকে ভয়ঙ্করভাবে। এতটাই জোরে তারা গর্জন করছিল যে, নীরবতা ছিন্ন করে জঙ্গলের ভিতর প্রতিধ্বনি শোনা যাচ্ছিল। খুব কম সময়ের জন্য হলেও ভয়ানক মারামারি হয় দুটিতে মিলে। লড়াইতে জিতে যায় ঋদ্ধি। মীরা হেরে গিয়ে আরও গভীর জঙ্গলে পালিয়ে যায়।

পরে বনকর্মীরা দেখেন, নখের আঁচড়ে ঋদ্ধি ও মীরা দুজনেই জখম হয়েছে। বন আধিকারিকরা জানিয়েছেন, এটা জঙ্গলের এলাকা দখলের লড়াই ছিল। বন্যপ্রাণের ভিতরে এরকম মারামারি আখছার ঘটে। বিশেষ করে বাচ্চাগুলি যখন বড় হতে থাকে, তারা তাদের অংশ বুঝে নিতে চায়। আর প্রথম লড়াইটি হয় মায়ের সঙ্গেই।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Demand for alkaline water is increasing due to health awareness! Know the benefits of this special water Read Previous

স্বাস্থ্য সচেতনতায় বাড়...