ছবিঃ ইন্টারনেট
রাজনৈতিক সম্মেলন দিনে দিনে কেমন যেন খাবারের জন্য জনপ্রিয় হয়ে উঠছে। সম্মেলনে যোগ দিলেই কি মেনু থাকবে সেটা নিয়ে মাথা ব্যাথা কর্মী সমর্থকদের। সম্প্রতি সেই একই ঘটনা সামনে এলো প্রতিবেশি রাজ্য বিহারে। যেখানে রাজনৈতিক সম্মেলনে যোগ দেওয়া সমর্থকদের মটন বিরিয়ানী বিলি করা হয়। আর সেই বিরিয়ানী পেতে কাতারে কাতারে মানুষ ভিড় জমায় রাজনৈতিক সভার পাশে খাবারের জায়গায়। ভীড়ের চাপে তৈরী হয় পদপৃষ্ঠের মত ঘটনা।
সম্প্রতি নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন প্রশান্ত কিশোর। যার নাম জনসূরজ পার্টি। মঙ্গলবার বিহারের কিষানগঞ্জে ছিল জনসূরজ পার্টির জনসভা। যেখানে প্রধান বক্তা হিসেবে ছিলেন দলের প্রতিষ্ঠাতা খোদ প্রশান্ত কিশোর। তবে সভা চলাকালীন খুব একটা ভিড় দেখা যায়নি সেখানে। কার্যত ফাঁকা মাঠে কোনওমতে জনসভা শেষ করেন জনসূরজ পার্টির নেতৃত্বরা। এর ঠিক পরই দেখা যায় ভিন্ন ছবি, সভাস্থল থেকে কিছুটা দূরে খাবারের ব্যবস্থা করেছিল কর্তৃপক্ষ। কাতারে কাতারে মানুষ মটন বিরিয়ানি খেতে উপস্থিত হন সেখানে। খাবার বিলি করতে কার্যত হিমশিম খেতে হয় কর্মীদের। মুহূর্তে হাতের বাইরে চলে যায় পরিস্থিতি। সেই ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিও-তে দেখা যাচ্ছে ভিড় সামলাতে দরজা বন্ধ করে দেওয়া হয় কিন্তু সাধারণ মানুষ পাঁচিলের উপর উঠে দাঁড়িয়ে রয়েছে। কেউ কেউ পাঁচিল টপকে গিয়ে মটন বিরিয়ানী নিয়ে আসছেন। ঠাসাঠাসি ভিড়ে মুহূর্তে বেলাগাম হয়ে ওঠে পরিস্থিতি। আর এই দৃশ্য প্রমাণ করে দিচ্ছে বর্তমানে সাধারণ মানুষের রাজনৈতিক দলের প্রতি দৃষ্টিভঙ্গি।
বিহারে বিধানসভা নির্বাচন আসন্ন। সেই আবহেই আরজেডি, বিজেপির পাশাপাশি ডেডিইউ নিজেদের প্রচার শুরু করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশান্ত কিশোরের দল জনসূরজ পার্টি।