স্নেহ-আদরে মুড়ে অনাথ 'বোম্বি'কে যত্ন করে আগলে রেখেছেন পিটার
কেনিয়ার (Kenya) এক আবেগঘন ভিডিও বিশ্বজুড়ে মানুষের মন জয় করেছে। শেলড্রিক ওয়াইল্ডলাইফ ট্রাস্টে আশ্রয় পাওয়া এক অনাথ জেব্রা শাবক ‘বোম্বি’ (orphan zebra kid Bombi) তার পরিচর্যাকারীকে (Bombi's caregiver) মা ভেবে আঁকড়ে ধরছে।
ইনস্টাগ্রামের ভিডিওতে দেখা যায়, ছোট্ট বোম্বি তার কেয়ার গিভার (যিনি তার যত্ন নেন) পিটারের ডোরাকাটা কোটের ভেতরে ঢোকার চেষ্টা করছে। এদিকে পিটার তার বাড়িয়ে দেওয়া গালে হাত রেখেছে। খেলাচ্ছলেই বোম্বির এই আচরণ প্রমাণ করে, সে পিটারকে কতটা ভালবাসে। এই খুনসুটি আসলে তার ভালবাসা ও নির্ভরতারই নিদর্শন।
বছরের শুরুতে সিংহের আক্রমণে মাকে হারায় বোম্বি। গুরুতর জখম হয় সে নিজেও। সেই অবস্থায় তাকে ট্রাস্টে নিয়ে আসা হয়। এরপর থেকেই শুরু হয় তার নিবিড় পরিচর্যা।
তাই পিটারকে দেখা যায় বিশেষ জেব্রা-ডোরাকাটা কোট পরে থাকতে। কারণ, জেব্রারা মায়ের গায়ের ডোরার মতো ‘নকশা’ অনুসরণ করেই নিরাপত্তা খোঁজে। এই কোটের জন্যই বোম্বি তার পরিচর্যাকারীর সঙ্গে স্বাভাবিকভাবে মিশতে পারছে, কিন্তু এও দেখা গিয়েছে যে, অতিরিক্তভাবে এক ব্যক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়ছে না।
ভিডিওটি দেখার পর নেটিজেনদের হৃদয় ছুঁয়েছে বোম্বির ভালবাসা। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, “সে পিটারকে নিঃসন্দেহে খুব ভালবাসে।” আরেকজন লিখেছেন, “পিটারকে তাঁর জেব্রা কোটে অসাধারণ লাগছে। কে না ভালবাসবে?”
অন্য একজন মন্তব্য করেছেন, “বোম্বি যেমন মিষ্টি, পিটারও তেমনই দয়ালু। এই কোটের মানে আসলে তখনই তৈরি হয়, যখন তা এমন একজন মানুষ পরেন, যাঁর হৃদয়ে সত্যিকারের ভালবাসা আর সহানুভূতি আছে। কী দারুণ জুটি!”
সোশ্যাল মিডিয়ায় অসংখ্য মানুষ শেলড্রিক ওয়াইল্ডলাইফ ট্রাস্টকে ধন্যবাদ জানিয়েছেন তাদের নিবেদিত প্রাণ যত্ন আর অসাধারণ মানবিকতার জন্য।