You will be redirected to an external website

বর্ষায় মশা থেকে রক্ষা পেতে বাড়িতে লাগান এই পাঁচ গাছ! উপকার পেয়ে আবাক হবেন আপনিও

Plant these five plants at home to protect yourself from mosquitoes during the monsoon! You will be surprised by the benefits

ছাদ বাগান

বর্ষাকালে ডেঙ্গি, ম্যালেরিয়ার প্রকোপ বাড়ে। একটানা বৃষ্টিতে চারিদিকে জল জমে যায়। সেখান থেকেই জন্ম দেয় ডেঙ্গি-ম্যালেরিয়ার জীবাণুবাহিত মশা। তাই এই সময়ে সতর্ক থাকতে হয়। বাড়ির আশেপাশে যেন জল না জমে, সে দিকে খেয়াল রাখতে হয়। রাতে মশারি টাঙিয়ে ঘুমোনোর পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু তার পরেও নিস্তার মেলে না মশার হাত থেকে। কোথা দিয়ে ঘরে মশা ঢুকে পড়ে, বোঝা যায় না। বর্ষায় মশার দাপট আটকাতে ছাদবাগানে বা বারান্দায় ৫টি গাছ রাখতে পারেন।

তুলসি বা ব্যাসিল
অনেকের বাড়িতেই তুলসি গাছ রয়েছে। তবে মশা তাড়াতে গেলে যে তুলসির যে প্রকারে খাবারে ব্যবহার হয়, সেই গাছ বসাতে হবে। অর্থাৎ ব্যাসিল গাছ বসাতে হবে টবে। এই গাছের গন্ধে মশা আসবে না। তবে গাছটা রোদ, জল সবই যেন পায়, এমন জায়গায় বসাবেন। না হলে ভুল পরিচর্যাইয় গাছটি মরে যেতে পারে।

পুদিনা
বর্ষাইয় হু হু করে বেড়ে যায় পুদিনা গাছ। শিকড় যুক্ত একটা ডাল বসালেই কয়েক সপ্তাহে তারা বংশবিস্তার করে ফেলে। এই পুদিনা গাছও মশাদের দাপট আটকাতে কার্যকর। রান্নাঘরের জানলায় হোক বারান্দায়, ছোট্ট টবে পুদিনা গাছ বসিয়ে দিলেই চলবে।

লেমনগ্রাস
মশা তাড়ানোর জন্য টবে লেমনগ্রাসও বসাতে পারেন। এই গাছও বর্ষার জলে দারুণ বেড়ে যায়। তা ছাড়া রোজ চা খাওয়ার সময়ে এর পাতা জলে মিশিয়ে দিন। চা যেমন সুস্বাদু হবে, তেমনই পুষ্টিকর। মশা এবং জ্বর-সর্দির হাত থেকে বাঁচতে লেমনগ্রাসের চারা বসাতে পারেন বাড়িতে।

ল্যাভেন্ডার
বাংলার আবহাওয়ায় ল্যাভেন্ডার গাছে হয়তো ফুল ধরবে না, কিন্তু এর পাতার সুবাসে মশা ঘরে ঢুকবে না। এই গাছের আশেপাশে মশা দেখতে পারেন। তাই মশা তাড়াতে একটা ল্যাভেন্ডার সাধের বাগানে রাখতেই পারেন।

রোজ়মেরি
রোজ়মেরির কাছকে বর্ষায় বাঁচিয়ে রাখা একটু কঠিন। এই গাছের পর্যাপ্ত রোদ এবং কম তাপমাত্রা দরকার। আপনার বাড়ির চারপাশের পরিবেশ যদি এরকম হয়, তা হলে বাগানে রোজ়মেরি রাখতে পারেন। এই গাছের গন্ধে বাড়িতে আর মশা ঢুকবে না। গাছ যদি না পান, তা হলে ল্যাভেন্ডার ও রোজ়মেরির এসেনশিয়াল অয়েল ব্যবহার করেও মশা তাড়াতে পারেন।

AUTHOR :Express News Desk

Demand for alkaline water is increasing due to health awareness! Know the benefits of this special water Read Previous

স্বাস্থ্য সচেতনতায় বাড়...

Playing music on the speaker in front of the students while the teacher applies oil to her hair... Read Next

ক্লাস চলছে, পড়ুয়াদের স...