৬৯ হাজার টাকার সেফটি পিন 'ব্রোচ'! প্রাডার নতুন প্রোডাক্ট নিয়ে তুমুল শোরগোল সোশ্যাল মিডিয়ায় |
৬৯ হাজার টাকার সেফটি পিন 'ব্রোচ'! প্রাডার নতুন প্রোডাক্ট নিয়ে তুমুল শোরগোল সোশ্যাল মিডিয়ায়
৬৯ হাজার টাকার সেফটি পিন 'ব্রোচ'!
দু’-দশ টাকায় বাজারে মিলছে সেফটি পিন। জামাকাপড়ের ছোটখাটো গণ্ডগোল সামলাতে এই ছোট্ট ধাতব জিনিসটাই ভরসা। অনেক মহিলা নিজেদের ব্যাগ বা বালায় একটা সেফটি পিন ঝুলিয়েও রাখেন, ‘যদি দরকার পড়ে!’
কিন্তু এবার যদি বলি, একটা সেফটি পিনের দাম ৬৯ হাজার টাকা! অবিশ্বাস্য শোনালেও সত্যি। বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড 'প্রাডা' বাজারে এনেছে এক অভিনব সেফটি পিন ব্রোচ, যার দাম শুনলে চোখ কপালে উঠবে যে কারও।
৬৮,৭৫৮ টাকার প্রাডা সেফটি পিন!
প্রাডার এই নতুন অ্যাকসেসরিটি আসলে এক ধাতব সেফটি পিন, যার সঙ্গে জুড়ে দেওয়া আছে বোনা সুতো আর একটি ছোট্ট প্রাডা চার্ম। সাধারণত দামি ব্রোচে হীরে বা মূল্যবান রত্ন থাকে, তাই দাম কিছুটা বোঝা যায়। কিন্তু এই প্রাডা ব্রোচে নেই কোনও মণিমুক্তো, শুধুই সোনালি রঙের পিন, তাতে কয়েক রঙের সুতো পেঁচানো।
প্রাডার সেফটিপিন নিয়ে মজা উড়ল সোশ্যাল মিডিয়ায়
ইনস্টাগ্রামে ফ্যাশন ইনফ্লুয়েন্সার ব্ল্যাক সোয়ান স্যাজি (Black Swan Sazy) প্রাডার এই ব্রোচ নিয়ে ব্যঙ্গ করে পোস্ট করেছেন, “আমি আবারও জানতে চাইব, ধনীদের কাছে আসলে এত টাকা দিয়ে কী করা উচিত বলে মনে হয়? কারণ যদি না জানেন, বাকিরা কিছু ভাল কাজের পরামর্শ দিতে পারি।”
তার পোস্টে এক ইউজার লিখেছেন, “আমি নিজেই এটা বানাতে পারি! প্রাডা ট্যাগটা না হয় বাদই থাক।” আরেকজন লিখেছেন, “আমার ঠাকুমা এর চেয়ে ভাল বানিয়ে দিতে পারত!”
ইন্টারনেটে তুমুল সমালোচনা
বেশিরভাগ নেটিজেনই প্রাডার এই দামি ‘সেফটি পিন’ দেখে হাসির খোরাক পেয়েছেন। কেউ কেউ একে ‘ফ্যাশন স্ক্যাম’ বলেও কটাক্ষ করেছেন।