You will be redirected to an external website

বৃষ্টিতে ল্যাপটপ ভিজলে দ্রুত করণীয় পদক্ষেপ

বৃষ্টিতে ল্যাপটপ ভিজলে দ্রুত করণীয় পদক্ষেপ

ল্যাপটপ জলে ভিজলে কী করবেন

বর্ষার মরশুমে যখন তখন বৃষ্টি। সেই সঙ্গে অফিস,কলেজ সব কিছুই চলছে নিজের ছন্দে। একদিন আধদিন ওয়ার্ক ফর্ম হোম করলেও মুসলধারায় বৃঅষটির মধ্যেই যেতে হচ্ছে অফিস। এই পরিস্থিতিতে যদি বৃষ্টিতে ভিজে যান সঙ্গে যদি ল্যাপটাপটি ভিজে যায়,তা যদি হয় আবার অফিসের ল্যাপটপ তাহলে তো সর্বনাশ। তাৎক্ষণিক সঠিক পদক্ষেপ না নিলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে ডিভাইসটি। 

বৃষ্টি হোক বা দুর্ঘটনাবশত জল পরে ল্যাপটপ ভিজে যাওয়া অত্যন্ত দুঃখজনক ও ব্যয়বহুল। আর অফিসের ল্যাপটপ হলে তো সর্বনাশ। ভুলের মাশুল গুণতে দায়িত্বহীনতার বদনাম। ইলেকট্রনিক ডিভাইস জলের সংস্পর্শে আসা মানেই শর্ট সার্কিট, হার্ডওয়্যারের ক্ষতি, এমনকি ডেটা লস পর্যন্ত হতে পারে। তাই এমন পরিস্থিতিতে তৎক্ষণাৎ কিছু সঠিক ও প্রাথমিক পদক্ষেপ নিলে বড়সড় ক্ষতি এড়ানো সম্ভব হয়।

১. ল্যাপটপ বৃষ্টিতে ভিজে গেলে প্রথমেই পাওয়ার অফ করে দিন। যদি চার্জারে লাগানো থাকে, সঙ্গে সঙ্গে তা খুলে ফেলুন। ভেজা অবস্থায় ইলেকট্রিক সংযোগ থাকলে শর্ট সার্কিট হয়ে যেতে পারে। 

২. যদি আপনার ল্যাপটপের ব্যাটারি অপসারণযোগ্য হয়, তবে তা খুলে ফেলুন। পাশাপাশি হার্ডডিস্ক, র‍্যাম ও অন্যান্য খোলা অংশগুলো সতর্কতার সঙ্গে খুলে আলাদা রাখুন।

৩. ল্যাপটপের বাহ্যিক ও অভ্যন্তরীণ অংশে যতটা সম্ভব পানি শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। ভেতরে পানি প্রবেশ করে থাকলে তা পরিষ্কারভাবে লক্ষ্য করুন।

৪. ল্যাপটপটিকে উল্টো করে, অর্থাৎ কীবোর্ড নিচে এবং স্ক্রিন ওপরে রেখে এমনভাবে রাখুন যাতে ভেতরের পানি বের হয়ে আসতে পারে। একটি শুকনো, বায়ুচলাচলযুক্ত স্থানে রাখাই উত্তম।

ভেজা অবস্থায় ল্যাপটপ চালু করবেন না। চার্জার সংযুক্ত করবেন না। সম্ভব হলে বিশেষজ্ঞ টেকনিশিয়ানের সাহায্য নিন।

AUTHOR :Sukanya Majumder

গাড়ি-থেকে-নামলেন,-হেঁটে-গেলেন,-রাস্তা-আটকে-রাখা-বিশাল-সাপ-খালি-হাতে-সরিয়েও-দিলেন! Read Previous

গাড়ি থেকে নামলেন, হেঁটে ...

India at the peak of technology! IIT Madras sets an example in hyperloop train research Read Next

প্রযুক্তির শিখরে ভারত! হ...