You will be redirected to an external website

ট্রেনের এসি ট্রেকোচ থেকে চাদর-তোয়ালে চুরি! 'ভুল হয়েছে...', ধরা পড়তেই সাফাই দিল পরিবার

Indian Railways has long been criticized for its overcrowding, cleanliness and food quality.

ট্রেনের এসি ট্রেকোচ থেকে চাদর-তোয়ালে চুরি!

ভারতীয় রেল দীর্ঘদিন ধরেই ভিড়, পরিষ্কার-পরিচ্ছন্নতা আর খাবারের মান নিয়ে সমালোচিত। কিন্তু এবার সামনে এল এক অন্য ঘটনা, রেলের মালপত্র চুরি করলেন যাত্রীরাই। এক ভাইরাল ভিডিওতে দেখা গেছে, পুরুষোত্তম এক্সপ্রেসের প্রিমিয়াম এসি কোচ থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছে এক পরিবার (Family Caught Stealing Bedsheets from AC Coach)। প্ল্যাটফর্মে তাদের হাতেনাতে ধরলে ভুলও স্বীকার করেন তারা।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, প্ল্যাটফর্মে কয়েকজন রেলকর্মী ও একটি পরিবারের মধ্যে তর্কাতর্কি হচ্ছে। অভিযোগ, তাঁরা ট্রেনে দেওয়া চাদর ও তোয়ালে 'চুরি' করে ব্যাগে ভরে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। প্রশ্ন করা হলে পরিবারের সদস্যরা বলেন, 'ভুল হয়ে গেছে' এবং সাফাই দেওয়ারও চেষ্টা করেন। পুরো ঘটনাটি অনেক যাত্রীর নজরে পড়ে।

ভিডিওটি এখন পর্যন্ত ১.৪ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েছেন। একজন লিখেছেন, 'দুঃখের কথা হল, অনেক ভারতীয়ের নাগরিকদের সচেতনতা নেই, গাড়ি চালানো হোক, কথা বলা হোক বা লাইনে দাঁড়ানো- শৃঙ্খলা মানেন না।'

অনেকেই দাবি করেছেন, শুধু চাদর ফেরত দেওয়া যথেষ্ট নয়। একজনের দাবি, 'চাদর-তোয়ালে ফিরিয়ে দিলেও জরিমানা করা উচিত।' কেউ কেউ আবার পরামর্শ দিয়েছেন, 'টিকিট কাটার সময় কিছু টাকা জামানত হিসেবে নেওয়া হোক, যা ভ্রমণ শেষে ফেরত দেওয়া হবে।' অন্য একজন সরাসরি বলেছেন, 'খুব লজ্জাজনক। এ ধরনের লোক দেশের ভাবমূর্তি নষ্ট করে।'

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Demand for alkaline water is increasing due to health awareness! Know the benefits of this special water Read Previous

স্বাস্থ্য সচেতনতায় বাড়...