পাঠদান নয়, স্কুলের ক্লাসরুমে চলছে অন্য চিত্র
ক্লাসরুমের বেঞ্চে বসে ছাত্রছাত্রীরা। সামনে বসে রয়েছেন শিক্ষিকাও। কিন্তু পাঠদান নয়, স্কুলের ক্লাসরুমে চলছে অন্য চিত্র। শিক্ষিকা চেয়ারে হেলান দিয়ে বসে, মাথায় তেল মালিশ করছেন। স্পিকারে তখন উচ্চস্বরে বাজছে গান। সেই দৃশ্য কেউ ক্যামেরাবন্দি করে পোস্ট করেন সমাজমাধ্যমে। তারপরই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। বিতর্ক ছড়াতেই শিক্ষিকাকে সাসপেন্ড করে তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন।
ঘটনাটি উত্তরপ্রদেশের বুলন্দশহরের এক সরকারি প্রাথমিক স্কুলের। ‘অলোক সিংহ’ নামের একটি এক্স (পূর্বতন টুইটার) অ্যাকাউন্ট থেকে প্রথম ভিডিওটি প্রকাশ্যে আসে। তাতে দেখা যায়, ক্লাসে প্রবেশ করে নিজের ব্যাগ থেকে মোবাইল বার করে গান চালিয়ে দেন শিক্ষিকা। এরপর চেয়ারে বসে বিশ্রাম নিতে নিতে মাথায় তেল মাখতে শুরু করেন। পাশে বসে থাকা ছাত্রছাত্রীরা কিছুটা অবাক, কিছুটা হাসি চেপে রয়েছে। এমনকি অন্য ক্লাসরুমের শিক্ষক ও শিক্ষাকর্মীরাও বাইরে থেকে এই দৃশ্য দেখে মজা নিচ্ছেন। কিন্তু কেউই শিক্ষিকার এই আচরণের বিরোধিতা করেননি।
ভিডিওটি ছড়িয়ে পড়তেই ক্ষোভ ছড়ায়। শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত শিক্ষিকাকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। তাঁকে জামালপুর প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে। বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, ওই শিক্ষিকার বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছিল। দু’জন অভিভাবক তাঁর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ জানিয়েছিলেন। তাঁদের দাবি, সে সময় শিক্ষিকা তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন, এমনকি লাঠিপেটাও করেন। ভাইরাল হওয়া অন্য একটি ভিডিওতেও সেই লাঠিপেটার দৃশ্য ধরা পড়েছে।
বর্তমানে পুরো ঘটনা নিয়ে তদন্তে নেমেছে জেলা শিক্ষা প্রশাসন। রিপোর্ট জমা পড়লেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আধিকারিকরা।