You will be redirected to an external website

ফুটন্ত জলে ফেলতেই ভরপেট নুডলস! ভাইরাল ‘ম্যাগি ক্যাপসুল’ নিয়ে শেষমেশ কী বলল Maggi India

Only have two minutes to spare? Maggi can be made in no time. Maggi's popularity in India is still unwavering in the world of instant noodles because it cooks in such a short time.

ফুটন্ত জলে ফেলতেই ভরপেট নুডলস!

হাতে মাত্র দু'মিনিট সময় আছে? ব্যাস ম্যাগি (Maggi) বানিয়ে নেওয়া যেতে পারে। এত কম সময়ে রান্না হয়ে যায় বলেই ইনস্ট্যান্ট নুডলসের দুনিয়ায় ভারতে ম্যাগির জনপ্রিয়তা এখনও অটুট। কয়েক দশক ধরে ভারতীয়দের রান্নাঘরে পাকাপাকি জায়গা করে নিয়েছে এই নুডলস। আর সেই ম্যাগিকেই ঘিরে সম্প্রতি উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। নেপথ্যে একটি ভাইরাল ভিডিও, যাকে ঘিরে তৈরি হয় বিভ্রান্তি ও প্রশ্ন।

সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় তথাকথিত ‘ম্যাগি ক্যাপসুল’(Maggi Capsule)। ডিম্বাকার এই ক্যাপসুলটি দুই আঙুলের মাঝে ধরা যায়, যার গায়ে ইংরেজিতে লেখা ‘Maggi’। ভিডিওতে দেখা যায়, ফুটন্ত জলে ক্যাপসুলটি ফেলতেই তা থেকে বেরিয়ে আসে মশলাপাতি ও নুডলস। ছোট্ট ক্যাপসুল থেকেই ভরপেট খাওয়ার মতো নুডলস তৈরি হয়ে যাচ্ছে, এমন দৃশ্যই দেখানো হয় ভিডিওগুলিতে।

কিছু ভিডিওতে দেখা যায়, ‘ম্যাগি ক্যাপসুল’ থেকে বেরোনো নুডলস খেয়ে প্রশংসা করছেন এক ভ্লগার। তিনি একা নন, আরও বেশ কয়েকজন এই ধরনের ভিডিও শেয়ার করেন। এমনকি এক তরুণীকে আরও ছোট আকারের ‘ম্যাগি ক্যাপসুল’ ব্যবহার করে প্লেটভর্তি নুডলস বানাতে দেখা যায়। বাজারে পাওয়া প্যাকেটবন্দি ম্যাগির সঙ্গে এর স্বাদ হুবহু এক বলেও দাবি করেন তিনি।

এই সব ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। একটি ভিডিওতে ৪ কোটি ভিউ পর্যন্ত পৌঁছে যায়। ভিডিওগুলি দেখে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন। সত্যিই কি বাজারে ‘ম্যাগি ক্যাপসুল’ পাওয়া যাচ্ছে, এই প্রশ্ন তুলতে শুরু করেন নেটিজেনরা। কেউ কেউ আবার সন্দেহ প্রকাশ করেন, এ সব কি AI দিয়ে বানানো ভিডিও?

পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় Maggi India-কে। সংস্থার তরফে একরকম স্পষ্ট করে জানানো হয়, এই ভিডিওগুলি AI ব্যবহার করে তৈরি। Maggi India একটি পোস্টে লেখে, ‘এপ্রিল ফুল দিবস অন্য কোনও মাসে পালন করা উচিত নয়’। তবে ততক্ষণে বহু মানুষ ভিডিও দেখে বিভ্রান্ত হয়ে পড়েছেন।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Demand for alkaline water is increasing due to health awareness! Know the benefits of this special water Read Previous

স্বাস্থ্য সচেতনতায় বাড়...