You will be redirected to an external website

অলিখিত পুলিশদলের সদস্য টাইগার! রয়েছে অপরাধী চেনার ক্ষমতা

Tiger, a member of the unwritten police team! Has the ability to identify criminals

টাইগার

কোভিড কালে বাচ্চা সারমেয়টিকে চেন্নাই রেলওয়ে স্টেশনে ফেলে যান কেউ বা কারা। সেই থেকেই আরপিএফ, যাত্রীদের সঙ্গে বেড়ে উঠছে সে। প্রতিদিন নিয়ম করে সুরক্ষাবাহিনীর সঙ্গে টহল দিতে বেরয় সে। সম্প্রতি ধরিয়ে দিয়েছে এক চোরকে। তবে এই প্রথম নয়, আগেও এই কাজ করেছে। এখন টাইগার অলিখিত ভাবে পুলিশদলের সদস্য সে।

স্টেশনে কর্মরত আরপিএফ কর্মীরাই ওই সারমেয়টির নাম রেখেছেন টাইগার। জানা গেছে কয়েকদি আগে এক যাত্রীর মোবাইল চুরি করে পালাচ্ছিল। আরপিএফের এক কর্মী তাকে ধরেও ফেলেন। কিন্তু হাত ফস্কে পালিয়ে যাচ্ছিল সে। সেই সময় ছুটে আসে স্টেশনেই থাকা ‘টাইগার’। কামড়ে ধরে চোরের প্যান্ট। তাতেই পাকড়াও করা হয় চোরটিকে। 

শুধু তাই নয় যে সমস্ত যাত্রী ট্রেনের বাইরে ঝুলতে থাকেন, চিৎকার তাঁদের করে ভিতরে ঢুকিয়ে দেয় সে। গোটা স্টেশনের অতন্দ্র প্রহরী সে।

AUTHOR :Sukanya Majumder

গাড়ি-থেকে-নামলেন,-হেঁটে-গেলেন,-রাস্তা-আটকে-রাখা-বিশাল-সাপ-খালি-হাতে-সরিয়েও-দিলেন! Read Previous

গাড়ি থেকে নামলেন, হেঁটে ...

Columbia University sets precedent for the spread of artificial intelligence in pregnancy Read Next

গর্ভধারনের ক্ষেত্রে কৃত...