You will be redirected to an external website

কেনিয়ার সংরক্ষণ কেন্দ্রে হাতির শুঁড়ে বিয়ার ঢালছেন পর্যটক, বিতর্কের মুখে মুছলেন ভাইরাল ভিডিও

Tourist pours beer into elephant's trunk at Kenyan conservation center

কেনিয়ার সংরক্ষণ কেন্দ্রে হাতির শুঁড়ে বিয়ার ঢালছেন পর্যটক

কেনিয়ার (Kenya) লাইকিপিয়া কাউন্টির (Laikipia) ওল জোগি প্রাকৃতিক সংরক্ষণ কেন্দ্রে (Ol Jogi Conservancy) একটি বিতর্কিত ঘটনার ভিডিও (tourist controversy) প্রকাশ্যে এসেছে। একজন স্পেনীয় পর্যটক তার ইনস্টাগ্রামে বিয়ার খাওয়ার একটি ভিডিও পোস্ট করেন এবং হঠাৎ সেটির বাকি অংশ সামনে থাকা একটি হাতির শুঁড়ে ঢেলে দেন। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে তা ভাইরাল হয়ে পড়ে। প্রচণ্ড সমালোচনার (Instagram backlash) মুখে তিনি ভিডিওটি ডিলিট করেন।

ভিডিওতে যে হাতিটিকে দেখা গিয়েছে তার নাম বুপা (elephant Bupa)। ইনস্টাগ্রামে skydive_kenya নামে পরিচিত ওই পর্যটক প্রথমে বিয়ার খেতে শুরু করেন এবং তারপরই বাকি অংশ বুপার শুঁড়ে ঢেলে দেন (beer poured on elephant)। তিনি ভিডিওতে ক্যাপশনও দেন, “Just a tusker with a tusked friend,” যেখানে কেনিয়ার জনপ্রিয় বিয়ার ব্র্যান্ড তাস্কারকে উল্লেখ করা হয়েছে।

ওল জোগি সংরক্ষণ কর্তৃপক্ষ জানিয়েছে, বুপা বহু বছর ধরে সংরক্ষণ কেন্দ্রেই রয়েছে এবং তার যত্ন নেওয়ার জন্য যে দলটি রয়েছে, তারা অত্যন্ত সতর্ক। সংরক্ষণ কেন্দ্রের বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের আচরণ “অগ্রহণযোগ্য, বিপজ্জনক এবং আমাদের সংস্থার নীতির বিরুদ্ধে।”

সংরক্ষণ কেন্দ্রের বিশিষ্ট কর্মকর্তা এক আন্তর্জাতিক সংবাদসংস্থাকে জানান, “আমরা সংরক্ষণ কার্যক্রম দায়িত্বের সঙ্গে পরিচালনা করি, তাই এমন ঘটনা কখনওই ঘটতে দিতে পারি না। আমরা পর্যটকদের হাতির কাছে যাওয়ার অনুমতি দিই না।”

অন্য একটি ভিডিওতে দেখা গেছে, একই পর্যটক ওল পেজেটা সংরক্ষণ কেন্দ্রে গন্ডারের কাছে গিয়ে তাকে গাজর খাওয়াচ্ছেন, যা নিয়ন্ত্রণ নীতির বিরোধী। সংরক্ষণ কেন্দ্রের কর্মকর্তা ডিলান হাবিল জানান, “গন্ডারকে স্পর্শ করার নিয়ম নেই, কারণ তারা পোষ্য নয়। এটি নিয়ম ভঙ্গ হয়েছে।”

বুপার শারীরিক পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন পশুপ্রেমিকরা।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Demand for alkaline water is increasing due to health awareness! Know the benefits of this special water Read Previous

স্বাস্থ্য সচেতনতায় বাড়...

Chopsticks instead of hands! Korean youth's 'method' of eating luchi-potato dumplings goes viral Netpara Read Next

হাতের বদলে চপস্টিক! কোরি...