You will be redirected to an external website

পুরনো মুখেই আস্থা! গুঞ্জন সত্যি করে কেকেআরের নতুন কোচ অভিষেক নায়ার

Abhishek Nayar has been appointed as the new head coach of Kolkata Knight Riders

কেকেআরের নতুন কোচ অভিষেক নায়ার

কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) নতুন প্রধান কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar)। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণা করল কেকেআর ফ্র্যাঞ্চাইজি। আসন্ন ২০২৬ আইপিএল (IPL 2026) মরসুম থেকেই তিনি দলের হেড কোচের দায়িত্ব নেবেন। কেকেআরের প্রাক্তন কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের (Chandrakant Pandit) জায়গায় আসছেন নায়ার, যিনি গত মরসুমে দলের সহকারী কোচ ছিলেন।

কেকেআরের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নায়ারের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে—‘আসছে নতুন ভোর!’ (A new dawn is upon us’) ঘোষণার কিছুক্ষণের মধ্যেই বার্তা দেন দলের সিইও ভেঙ্কি মাইসোর (Venky Mysore)। তাঁর কথায়, ‘২০১৮ সাল থেকে অভিষেক দলের অবিচ্ছেদ্য অংশ। মাঠের ভিতরে ও বাইরে—দু’জায়গাতেই খেলোয়াড়দের গড়ে তুলেছেন। তাঁর বোঝাপড়া ও সংযোগ আমাদের শক্তি। তাঁকে প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে দেখে আমরা উচ্ছ্বসিত!’

এই সিদ্ধান্ত কেকেআরের জন্য বড় পরিবর্তন। তিন মরসুম কাটিয়ে বিদায় নিয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত। তাঁর কোচিংয়ে ২০২৪ সালে দশ বছর পর আইপিএল ট্রফি জেতে নাইটরা। কিন্তু ২০২৫–এর হতাশাজনক মরসুম—মাত্র পাঁচ জয়ে অষ্টম স্থানে শেষ করায় পুনর্গঠনের সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট। পণ্ডিত ফেরেন ঘরোয়া ক্রিকেটে, মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (MPCA) ক্রিকেট ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেন।

নায়ারও এ সময়ের মধ্যে কৌশলী কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০২৫–এর মাঝামাঝি তিনি গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দলের সাপোর্ট স্টাফে যোগ দেন। তবে পারফরম্যান্স রিভিউর পর তাঁকে ওই পদ থেকে সরানো হয়। এখন উইমেনস প্রিমিয়ার লিগে (WPL 2026) ইউপি ওয়ারিয়ার্সের (UP Warriorz) প্রধান কোচ হিসেবেও দায়িত্ব রয়েছেন তিনি। ফলে সামনে জোড়া চ্যালেঞ্জ—আইপিএল ও ডব্লিউপিএল, দু’দিকেই নেতৃত্বের পরীক্ষা।

প্রাক্তন অলরাউন্ডার নায়ার মুম্বইয়ের (Mumbai) হয়ে বহু বছর খেলেছেন, ২০০৯ সালে ভারতের হয়ে তিনটি ওয়ানডে ম্যাচে নামেন। কোচ হিসেবে কেকেআর অ্যাকাডেমির (KKR Academy) নেতৃত্ব দেন ২০১৮ সালে, সেখান থেকেই ধীরে ধীরে মূল দলের সহকারী কোচ হিসেবে উঠে আসা। তাঁর বিদেশি অভিজ্ঞতাও সমৃদ্ধ—২০২২ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (CPL) ত্রিনবাগো নাইট রাইডার্সের (Trinbago Knight Riders) প্রধান কোচ ছিলেন নায়ার।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Explosive report in Bengaluru incident! Tribunal's preliminary report clearly shows Kohli's RCB responsible for the deaths of 11 people Read Previous

বেঙ্গালুরু কাণ্ডে বিস্ফ...