সোশ্যাল মিডিয়ায় বৈভবকে পরামর্শ
শুধু ভারতের নয়, বিশ্ব-ক্রিকেটের নতুন সেনসেশন এখন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryabangshi)। ১৪ বছরের এই কিশোর বাইশ গজে মানেই চার-ছক্কার ফুলঝুরি। এই বয়সেই সে ব্যাট হাতে যে তাণ্ডবলীলা চালাচ্ছে, তা দেখে তার অনুগামীর সংখ্যা বেড়েই চলেছে। বৈভবের ফ্যান বেস যে কোনও তারকা ক্রিকেটারকেও লজ্জায় ফেলে দিতে পারে।
আবির্ভাব লগ্ন থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছে বৈভব। আইপিএল হোক বা যুব ক্রিকেট, বৈভব সূর্যবংশী সর্বত্র রাজত্ব করছে।
বৈভব আইপিএল এবং যুব ওয়ানডে ইতিহাসে সেঞ্চুরি করে নজির স্থাপন করেছে। অল্প বয়সি ক্রিকেটপ্রেমীরা তাকে নিয়ে মাতোয়ারা। এই মুহূর্তে বিহারের এই কিশোর রয়েছে ইংল্যান্ডে। ভারতের অনূর্ধ্ব-১৯ দল এখন টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ডের যুব দলের বিরুদ্ধে। প্রথম টেস্ট ড্র হলেও ম্যাচ চলাকালীন বৈভবকে নিয়ে উন্মাদনা সকলের নজর কেড়ে নিয়েছে।
প্রথম যুব টেস্টের দ্বিতীয় ইনিংসে বাঁহাতি এই ব্যাটার এক অসাধারণ অর্ধশতক হাঁকিয়েছিল। এর আগে, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল বৈভব।
তবে, অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বৈভব সূর্যবংশীকে পৃথ্বী শ-এর (Prithvi Shaw) মতো না হওয়ার জন্য সতর্ক করেছেন। কারণ বৈভবের মতো প্রচুর প্রতিভা নিয়ে উঠে এসেছিলেন পৃথ্বী শ। ক্রিকেট বিশ্বে তাঁর উত্থান ছিল চমকপ্রদ। একসময় তাঁকে শচীন তেন্ডুলকরের সঙ্গেও তুলনা করা হত। কিন্তু এরপরই খুব দ্রুত পতন ঘটতে থাকে পৃথ্বীর কেরিয়ারে। তাঁর সম্পর্কে অভিযোগ, খ্যাতির বিড়ম্বনায় ক্রিকেটই তাঁর থেকে দূরে সরে গিয়েছে। বিলাসবহুল জীবনের পাশাপাশি চরম বিশৃঙ্খল জীবন-যাপন করছেন বলেও অভিযোগ ওঠে। জাতীয় দল থেকে তো বাদ পড়েইছেন, এমনকি পৃথ্বীকে আইপিএল ২০২৫ মেগা নিলামে কোনও ফ্র্যাঞ্চাইজি কেনেনি।