বেঙ্গালুরুতে সমর্থকদের ভিড়
বিশেষ ট্রাইব্যুনালের বক্তব্য পেশ হতেই চাপ বাড়ল আরসিবির। আইপিএল জয়ের উল্লাসের সময় চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর জন্য বিরাট কোহলিদের আরসিবি-কেই দায়ী বলে উল্লেখ রয়েছে ‘সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল’ (ক্যাট) প্রাথমিক রিপোর্টে।
আইপিএলের ১৮তম বছরে প্রথম বার চ্যাম্পিয়ন হয়েছে বেঙ্গালুরু। ৩ জুন চ্যাম্পিয়ন হওয়ার পরেই কোহলি জানিয়েছিলেন, ৪ জুন বেঙ্গালুরুতে উৎসব হবে। সে দিন সকাল থেকে বেঙ্গালুরুর রাস্তায় ভিড় জমেছিল। বিশেষ করে বিধান সৌধ ও চিন্নাস্বামীর বাইরে সবচেয়ে বেশি ভিড় ছিল। চিন্নাস্বামীর বাইরে হঠাৎ বিশৃঙ্খলা হয়। তখনই পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। আহত হন বহু। এরপর থেকেই বেঙ্গালুরু সরকারের উপর দোষ চাপাতে শুরু করে আরসিবি। এরপরই ট্রাইবুনালে আবেদন করে এক পুলিশ কর্মী।
আরসিবি-র এই ঘোষণাকে উপদ্রব বলে উল্লেখ করেছে ট্রাইবুনাল। তাদের রিপোর্টে উল্লেখ রেয়েছে তিন থেকে পাঁচ লক্ষ মানুষের জমায়েতের পুরো দায় আরসিবি-র। তারা পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নেয়নি। ট্রাইবুনালের এই সিদ্ধান্তের পরই আরোও চাপ বাড়লো আরসিবি-র।