You will be redirected to an external website

অস্ট্রেলিয়ায় ‘রো-কো’ জুটি রান না পেলে কী হবে? আগাম জানিয়ে দিলেন আগরকর!

Finally, chief selector Ajit Agarkar opened up about this. He said that there is no 'trial' going on regarding the future of the two at the moment.

আগাম জানিয়ে দিলেন আগরকর

দুই কিংবদন্তি। এক প্রশ্ন। উত্তরটা জানতে মুখিয়ে গোটা ক্রিকেট দুনিয়া—২০২৭ বিশ্বকাপে (ICC ODI World Cup 2027) কি দেখা যাবে বিরাট কোহলি (Virat Kohli) আর রোহিত শর্মাকে (Rohit Sharma)?

অবশেষে এই নিয়ে মুখ খুললেন প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar)। জানিয়ে দিলেন, এই মুহূর্তে দু’জনের ভবিষ্যৎ নিয়ে কোনও ‘ট্রায়াল’ চলছে না। তবে পাশপাশি দিয়ে রাখলেন ইঙ্গিতও—অস্ট্রেলিয়া সিরিজে (India vs Australia ODI Series 2025) রান না পেলে কিন্তু হিসেবটা কঠিন হয়ে যেতে পারে!

এনডিটিভি ওয়ার্ল্ড কাপ সামিটে (NDTV World Cup Summit 2025) আগরকর বলেন, ‘এই দু’জন অসাধারণ ক্রিকেটার। দীর্ঘদিন ধরে দেশের হয়ে সেরাটা দিয়ে চলেছেন। কিন্তু এখন ফোকাস ব্যক্তিগত নয়, দলের উপরে। ২০২৭ সালে কী হবে, এখনই বলা যায় না। ওদের জায়গায় হয়তো তখন কোনও তরুণও উঠে আসতে পারে!’ অর্থাৎ, পাকা সিদ্ধান্ত ছুড়ে দিলেন সময়ের দিকে। এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নয়।

এদিন আগরকর পরিষ্কার করে দিয়েছেন—কোহলি আর রোহিতকে সিরিজ–বাই–সিরিজ বিচার করা হবে না। তাঁর ভাষায়, ‘এভাবে ভাবা তো বোকামি। একজনের গড় ৫০-এর ওপরে, আরেকজন তার কাছাকাছি। প্রতি ম্যাচে বিচার করা মানে ওদের অর্জনের প্রতি অন্যায়। তবে ২০২৭ অনেক দূরে। তখনকার পরিস্থিতিই ঠিক করবে কে দলে থাকবে!’

তবে সাবধানবাণীও শুনিয়েছেন নির্বাচকপ্রধান। বলেছেন, ‘এটা এমন নয়, যে এই সিরিজে দু’জন রান না পেলেই ওরা আর খেলবে না, কিংবা ৩০০ রান করলেই বিশ্বকাপে জায়গা পাকা। অনেক সময় আছে। এখন দেখা দরকার, দল কোন পথে এগোয়!’

ভারতের সামনে এখন ব্যস্ত সূচি। অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ঘরের মাঠে তিনটি ওয়ানডে। তারপর ২০২৬ সালে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সফর। সব মিলিয়ে বিশ্বকাপের আগে অন্তত ২৭টি ওয়ানডে খেলবে টিম ইন্ডিয়া। প্রশ্ন একটাই—এই টানা ধকল সামলে রোহিত–বিরাট কি পারবেন ২০২৭ পর্যন্ত টিকতে? আগরকর বাস্তববাদী। রাখঢাক না করেই বলে দিলেন, ‘ওরা এখন এক ফরম্যাটে খেলে। সাত মাস পর মাঠে ফিরছে। সময় দিন, খেলা শুরু হোক, তারপর বিচার করবেন!’

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Explosive report in Bengaluru incident! Tribunal's preliminary report clearly shows Kohli's RCB responsible for the deaths of 11 people Read Previous

বেঙ্গালুরু কাণ্ডে বিস্ফ...