You will be redirected to an external website

শহরে নতুন হকি স্টেডিয়াম! কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

The smell of cinema has been in the air of the city since 4 pm on November 6. The entire stadium is decorated with festive decorations, golden lights, and noise

শহরে নতুন হকি স্টেডিয়াম

 বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে বিবেকানন্দ যুবভারতী হকি স্টেডিয়ামের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধনধান্য স্টেডিয়ামে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের মাঝেই উদ্বোধন হল এটির। উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্য়া, রাজ্যের ত্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, দেব-সহ অন্যান্যরা।

২২ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন এই স্টেডিয়ামে। বানাতে খরচ হয়েছে ২০ কোটি টাকা।

পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রকাশিত ভিডিও বলছে, নবনির্মিত স্টেডিয়ামে রয়েছে সিন্থেটিক টার্ফ, ওয়ার্মআপ জোন, অস্ট্রেলিয়ার মতো আর্দার্ন গ্যালারি, একটি ভিভিআইপি বক্স, দুটি সুসজ্জিত ড্রেসিং রুম, ভিআইপি বক্স, ভিআইপি লাউঞ্জ ও আম্পায়ার রুম।

ডোপ টেস্টিং ও মেডিক্যাল রুম, সম্প্রচারের নির্দিষ্ট রুম, প্রেস কর্নার। বাংলার হকি প্রশিক্ষণ ও প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু।

৬ নভেম্বর বিকেল চারটের পর থেকেই শহরের বাতাসে সিনেমার গন্ধ। উৎসবের সাজে সেজেছে গোটা স্টেডিয়াম, সোনালী আলো, কোলাহল। সেজেছে নন্দন-রবীন্দ্রসদন চত্বরও। চলচ্চিত্র উৎসবে সামিল হতে চলেছে আট থেকে আশি।

এদিন অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পান পরমব্রত চট্টোপাধ্যায় ও জুন মালিয়া। মঞ্চের সামনের সারিতে দেখা যায় কিংবদন্তি পরিচালক রমেশ সিপ্পি ও তাঁর সহধর্মিণী কিরণ জুনেজা, সৌরভ গঙ্গোপাধ্যায়, জাতীয় পুরস্কারজয়ী পরিচালক এবং  KIFF-এর চেয়ারপার্সন গৌতম ঘোষ, প্রযোজক শ্রীকান্ত মোহতা, অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী, শত্রুঘ্ন সিনহা, আরতি মুখোপাধ্যায়, পরিচালক সুজয় ঘোষ, তিলোত্তমা সোম-সহ অনেককে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Explosive report in Bengaluru incident! Tribunal's preliminary report clearly shows Kohli's RCB responsible for the deaths of 11 people Read Previous

বেঙ্গালুরু কাণ্ডে বিস্ফ...

The Enforcement Directorate (ED) has attached assets worth Rs 11.14 crore of former Indian cricketers Suresh Raina Read Next

বেআইনি বেটিং অ্যাপ মামল...