ভাঙা সম্পর্ক নিয়ে কোনও ইঙ্গিত দিলেন স্মৃতি?
'আমার চুপ থাকা মানে নীরবতা নয়, নিজেকে নিয়ন্ত্রণে রেখেছি', বিয়ে ভাঙার ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় স্মৃতির (Smriti Mandhana) নতুন পোস্ট নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে। কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটি কয়েক লক্ষ ভিউস ও লাইক পেয়েছে। শুরু হয়েছে নতুন গুঞ্জন।
স্মৃতির (Smriti Mandhana) পোস্টটি আসলে একটি স্মার্টফোন ব্র্যান্ডের প্রোমোশনের অংশ ছিল। সেই ভিডিওতে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ভাইস ক্যাপ্টেন এমন কিছু কথা বলেন, যার সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবনের মিল খুঁজে পান অনুরাগীরা। কমেন্ট সেকশনেও তাঁর ঝলক দেখা যায়।
গত ৭ ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভাঙার ঘোষণা করে সমস্ত জল্পনার অবসান ঘটান স্মৃতি (Smriti Mandhana Paalash Muchhal Wedding)।
নভেম্বরে ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথমবার বিশ্বকাপ জেতে (Women Cricket Team World Cup)। সেই মাসের ২৩ তারিখে দলের সহ-অধিনায়ক স্মৃতির সঙ্গে পলাশের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সেদিন সকালেই সব ভেস্তে যায়।
সম্প্রতি একটি পোস্ট করা ভিডিওতে তিনি বিশ্বকাপের প্রায় প্রতিটি ম্যাচের আগের অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। কিন্তু অনুরাগীরা তাঁর মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেন। স্মৃতির কণ্ঠস্বর ছিল বেশ ভাঙা। অনেকের দাবি, বিয়ে নিয়ে এত কাণ্ড ঘটে যাওয়ার ধকল তাঁর চোখেমুখে স্পষ্ট বোঝা যাচ্ছে।
সবচেয়ে বড় পরিবর্তনটি ছিল, স্মৃতির আঙুলটা খালি। যে আঙুলে পলাশ তাঁকে হীরের আংটি (Engagement Ring) পরিয়ে দিয়েছিলেন, সেখানে কোনও আংটি দেখা যায়নি। অনেকেরই ধারণা ছিল, এই ভিডিওর মাধ্যমেই স্মৃতি হয়তো তাঁর এবং পলাশের বিয়ে ভেঙে যাওয়া নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিতে চেয়েছিলেন।
স্মৃতি ও পলাশকে (Smriti Mandhana-Paalash Muchhal) ঘিরে নানা বিতর্ক তৈরি হয়। অনেকরকম জল্পনাই চলছিল। তবে রবিবার সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে সবটা স্পষ্ট করলেন তিনি।