ম্যাচ বাতিল হওয়ায় ধাওয়ানকে ‘পচা ডিম’ বলে কটাক্ষ
বর্তমান ক্রিকেটারদের পাশাপাশি এখন সমস্যায় পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাও। চলতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার করেছেন ভারতীয় প্লেয়াররা। যার পর দুই দেশের মধ্যে ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছে। এ বার এই বিষয়টা নিয়ে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ও WCL-এ পাকিস্তান দলের অধিনায়ক শাহিদ আফ্রিদি। তিনি নাম না করে শিখর ধাওয়ানকে আক্রমণ করলেন।
গত রবিবার অর্থাৎ, ২০ জুলাই ইংল্যান্ড WCL-এ ভারত ও পাকিস্তানের একে অন্যের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচের দু’দিন আগে শিখর ধাওয়ান, হরভজন সিং, যুবরাজ সিং জানিয়ে দেন তাঁরা পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবেন না। এর পর আয়োজকদের পক্ষ থেকে ম্যাচটা বাতিল ঘোষণা করা হয় এবং সমর্থকদের কাছে ক্ষমাও চাওয়া হয়।
এ বার পাকিস্তান দলে রয়েছে শাহিদ আফ্রিদি, ইউনিস খান, সোহেল তনভীর, ওয়াহাব রিয়াজ় ও কামরান আকমল।
এই ম্যাচ নিয়ে নিন্দা শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। পহেলগামে পাক জঙ্গীদের হামলার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে সবক্ষেত্রে বয়কট করা হয়। কিন্তু বয়কট সত্ত্বেও কেন প্রাক্তন ক্রিকেটাররা পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন সেটা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। এর পরেই ম্যাচ বাতিলের ঘোষণা করা হয়।
শিখর ধাওয়ান সম্প্রতি তাঁর এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন। যেখানে তিনি তাঁর মেইলের স্ক্রিনশট শেয়ার করেন। যেখানে লেখা ছিল তিনি পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চান না। পোস্টের ক্যাপশনে জানান, মে মাসে তিনি যেই পদক্ষেপ নিয়েছিলেন সেটাতেই থাকছেন তিনি। দেশের থেকে বড় কিছু না তাঁর কাছে।
এই পোস্টটা নিয়ে আফ্রিদি ধাওয়ানের নাম না করে বলেন, খেলা দেশগুলোকে কাছে আনে। যদি রাজনীতি সবকিছুর মাঝে আসে, তা হলে কী করে এগোবে? আলোচনা ছাড়া কিছুর সমাধান হয় না। এই ধরনের প্রোগ্রামের উদ্যোগ নেওয়া হয়েছে যাতে আমরা একে অন্যের বিরুদ্ধে খেলতে পারি। কিন্তু সবসময় একটা পচা ডিম থাকে যে সবকিছু খারাপ করে দেয়।
আফ্রিদি এর পর ভারতীয় দলকে আক্রমণ করে জানান, যদি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের না খেলার ছিল, তা হলে কেন অংশগ্রহণ করল না। একজনের জন্য গোটা দল নাম তুলে নিল বলে তিনি মনে করেন।