You will be redirected to an external website

দাবা থেকে ক্রিকেট, ‘সকল তর্ক হেলায় তুচ্ছ করে’ ২০২৫-জুড়ে ‘সবুজের অভিযান’!

2025 is not just a season of success in Indian sports, it is also a generational announcement. While veteran stars have held their ground

২০২৫-জুড়ে ‘সবুজের অভিযান’!

২০২৫ ভারতীয় ক্রীড়াজগতে শুধু সাফল্যের মরশুম নয়, এক ধরনের প্রজন্মগত ঘোষণাও বটে। অভিজ্ঞ তারকারা নিজেদের জায়গা ধরে রেখেছেন, কিন্তু বছরটার রাশ কার্যত তুলে নিয়েছে একঝাঁক নির্ভীক তরুণ। ক্রিকেট মাঠ থেকে দাবার বোর্ড, শুটিং রেঞ্জ থেকে অ্যাথলেটিক্স ট্র্যাক—যেখানেই চোখ পড়েছে, সেখানেই তরুণতরদের কাঁধে ভর করে উড়েছে তেরঙ্গা। শুধু অংশগ্রহণ নয়, বিশ্বমঞ্চে গিয়ে কর্তৃত্বের ছাপ রেখে এসেছে ভারতের নতুন প্রজন্ম।

ক্রিকেট: বৈভবের ব্যাটে ভবিষ্যতের ঘোষণা

২০২৫ মানেই বিশ্ব ক্রিকেটে বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) বিস্ফোরণ। মাত্র ১৪ বছর বয়সে রেকর্ডের পর রেকর্ড ভেঙে বদলে দিয়েছেন ‘বয়স’ নিয়ে যাবতীয় ধারণা। আইপিএলে (Indian Premier League) ৩৫ বলে সেঞ্চুরি করে টি-২০ ক্রিকেটে সর্বকনিষ্ঠ শতরানকারী, অনূর্ধ্ব–১৯ ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি, সৈয়দ মুস্তাক আলি ট্রফি (Syed Mushtaq Ali Trophy) ও লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বকনিষ্ঠ শতরান—একটার পর একটা মাইলস্টোন। তারই স্বীকৃতি হিসেবে পেলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার (Pradhan Mantri Rashtriya Bal Puraskar)। বৈভব বুঝিয়ে দিলেন, এটা শুধু উত্থান নয়— আগামীর রূপরেখা।

দাবা: ৬৪ ঘরে ভারতের একচেটিয়া আধিপত্য

চৌষট্টি খোপের যুদ্ধেও ২০২৫ ভারতের বছর। দিব্যা দেশমুখ (Divya Deshmukh) মাত্র ১৯ বছর বয়সে জিতে নিলেন ফিডে মহিলা বিশ্বকাপ (FIDE Women’s World Cup 2025)। অল-ইন্ডিয়ান ফাইনালে হারালেন কিংবদন্তি কোনেরু হাম্পিকে (Koneru Humpy)। এই জয়ের সুবাদে গ্র্যান্ডমাস্টার খেতাব নিশ্চিত। দাবায় ভারত যে আর ‘ভবিষ্যতের শক্তি’ নয়, বরং বর্তমানের নিয়ন্তা—এই বার্তাই দিল শেষ হতে চলা বছর।

স্কোয়াশ: অনাহত সিংয়ের ইতিহাস

স্কোয়াশে প্রজন্মবদলের ছবি স্পষ্ট করে দিলেন অনাহত সিং (Anahat Singh)। মাত্র ১৭ বছর বয়সে একের পর এক ফাইনালে হারালেন অভিজ্ঞ জোশনা চিনাপ্পাকে (Joshna Chinappa)। তবে আসল ইতিহাসের সাক্ষী চেন্নাই—স্কোয়াশ বিশ্বকাপে (Squash World Cup) দেশের প্রথম সোনা। ফাইনালে অনাহতের দাপট, সঙ্গে জোশনা ও অভয় সিংয়ের (Abhay Singh) জয়—ভারত পেল বহু প্রতীক্ষিত বিশ্বশিরোপা।

প্যারা আর্চারি: শীতল দেবীর অনুপ্রেরণার সোনা

গোয়াংজুতে বিশ্ব প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপে (World Para Archery Championship) ইতিহাস লিখলেন শীতল দেবী (Sheetal Devi)। দু’হাত ছাড়াই তিরন্দাজিতে বিশ্বসেরা উঠলেন ১৮ বছরের এই ক্রীড়াবিদ। ফাইনালে হারালেন তুরস্কের বিশ্বনম্বর এক ওজনুর কুরে গিরদিকে (Oznur Cure Girdi)। সোনা ছাড়াও এল রুপো ও ব্রোঞ্জ। শীতলের সাফল্য শুধু পদক নয়, সাহসের নতুন সংজ্ঞা।

অ্যাথলেটিক্স ও শুটিং: নতুন নাম, নতুন আশা

জ্যাভেলিনে নজর কাড়লেন সচিন যাদব (Sachin Yadav)। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championships) ব্যক্তিগত সেরা থ্রো করে চতুর্থ—পদক হাতছাড়া হলেও সম্ভাবনাময় ভবিষ্যতের বড় ইঙ্গিত দিয়ে গেলেন। পাশাপাশি শুটিংয়ে ইতিহাস গড়লেন সম্রাট রানা (Samrat Rana)। কায়রোতে আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে (ISSF World Championships 2025) ১০ মিটার এয়ার পিস্তলে সোনা—অলিম্পিক পিস্তল ইভেন্টে প্রথম ভারতীয় হিসেবে ব্যক্তিগত বিশ্বখেতাব।

ক্রিকেট (মহিলা): শেফালির ব্যাটে বিশ্বকাপ

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের (Women’s ODI World Cup 2025) ফাইনালে ভারতের জয়ের কেন্দ্রে শেফালি বর্মা (Shafali Verma)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৮ বলে ৮৭ রান—ফাইনালে সর্বকনিষ্ঠ হাফ-সেঞ্চুরিয়ান হিসেবে ইতিহাস। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হয়ে ভারতকে এনে দিল প্রথম মহিলা বিশ্বকাপ।

স্প্রিন্ট ট্র্যাকে নতুন গতি

অ্যাথলেটিক্স ট্র্যাকে নতুন নাম অনিমেষ কুজুর (Animesh Kujur)। ১০০ মিটারে জাতীয় রেকর্ড ভাঙা, ২০০ মিটারে নতুন মানদণ্ড, আর বিশ্ব চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন—দশকের পর দশক পরে ভারতীয় স্প্রিন্টে ফিরল গ্লোবাল স্বীকৃতি৷

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Explosive report in Bengaluru incident! Tribunal's preliminary report clearly shows Kohli's RCB responsible for the deaths of 11 people Read Previous

বেঙ্গালুরু কাণ্ডে বিস্ফ...