‘কোচের পদ থেকে সরানো উচিত গম্ভীরকে?’
ইডেন টেস্টে ৩০ রানে হার। সিরিজে ০-১ পিছিয়ে ভারত (India)। সমালোচনা আর বিতর্কে ক্ষতবিক্ষত গৌতম গম্ভীরের (Gautam Gambhir) যাবতীয় সিদ্ধান্ত, পিচ–রণনীতি থেকে শুরু করে ব্যাটিং লাইন–আপ। স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন—এই অবস্থায় কি ভারতীয় টেস্ট কোচের পদ থেকে গম্ভীরকে সরানো উচিত?
সরাসরি সওয়াল ছুড়ে দেওয়া হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) দিকে। প্রাক্তন ভারত অধিনায়ক কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন—এখনই কোচ বদলের কোনও প্রশ্ন নেই। বললেন, ‘এই মুহূর্তে গম্ভীরকে সরানোর কোনও মানেই হয় না। ইংল্যান্ড সফরে ভাল ব্যাটিং উইকেটে দারুণ খেলেছে দল। কোচ হিসেবে গম্ভীর এবং অধিনায়ক হিসেবে শুভমন দু’জনেই অসাধারণ পারফর্ম করেছে। ভারতেও ওরা ভাল করতে পারবে।’
ইডেন টেস্টে পরাজয়ের পর সবচেয়ে বেশি আঙুল উঠেছে পিচের মান নিয়ে। সৌরভকে প্রশ্ন করা হয়েছিল, পিচের ধরন ঠিক করার সময় কি তাঁর পরামর্শ চাওয়া হয়েছিল? প্রাক্তন অধিনায়কের সোজা উত্তর—‘না। এতে আমি একেবারেই জড়াই না। টেস্ট শুরুর চার দিন আগে বিসিসিআই–র (BCCI) কিউরেটররা এসে উইকেট পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। আমাদের নিজস্ব প্রস্তুতকারক সুজন মুখার্জিও দীর্ঘদিন ধরে ভাল কাজ করছে। টিম ম্যানেজমেন্ট যা অনুরোধ করে, সেইমতো উইকেট তৈরি হয়।’
ইডেনের বাইশ গজ নিয়ে বলতে গিয়ে সৌরভ কার্যত স্বীকার করলেন, মান ঠিকঠাক ছিল না। তাঁর কথায়, ‘উইকেট খুব কিছু ভাল ছিল না—এটা মানতেই হবে। ভারতের টপ অর্ডার, মিডল অর্ডার—আরও ভালো ব্যাটিং সারফেস পাওয়ার যোগ্য। তিন দিন গ্যালারিতে হাউসফুল ছিল। দর্শকপ্রিয় ম্যাচে ভারতকে আরও ভালো উইকেটেই খেলতে হবে!’
কিউরেটর সুজন মুখার্জিও স্পষ্ট জানান—গম্ভীর নেতৃত্বাধীন টিম ম্যানেজমেন্ট যেভাবে উইকেট চেয়েছিল, সেভাবেই তৈরি করা হয়েছে। তাঁর ভাষায়, ‘আমরা টিম আর কোচের অনুরোধ অনুযায়ী কাজ করি। গম্ভীর ম্যাচের পর নিজেও বলেছেন, যে এমন পিচই তিনি চেয়েছিলেন। আমরাও তাই দিয়েছি!’
কলকাতার মাঠে পরাজয় ভারতের ঘরের ময়দানের রেকর্ডে বড় ধাক্কা। আর সেই ব্যর্থতার পরই গম্ভীরকে নিয়ে সমালোচনা তুঙ্গে। কিন্তু সৌরভের মতে, একটা ম্যাচ দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। তিনি মনে করেন, এই দল সামর্থ্য দেখিয়েছে এবং পরিস্থিতি সামলে ওঠার ক্ষমতা রাখে। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়কের সংক্ষিপ্ত উপসংহার—কোচ বদলের সময় এটা নয়, বরং দলকে ভালো উইকেটে খেলিয়ে আত্মবিশ্বাস ফেরানোই এখন জরুরি।