এজবাস্টনে দ্বিতীয় টেস্টের টস
এজবাস্টনে শুরু হলো ভারত - অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট। ইংল্যান্ড টসে জিতে প্রত্যাশিতভাবেই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। টসের পরেই অধিনায়ক গিল জানিয়ে দিলেন টেস্টে টিম ইণ্ডিয়ার দল নিয়ে। সেখানেই স্পষ্ট হলো দ্বিতীয় টেস্টে বাদ গেছেন জসপ্রীত বুমরাহ। তার জায়গায় খেলছেন বাংলার বোলার আকাশদীপ। শুধু তাই নয় বদলেছে আরও দুই খেলোয়ার। সাই সুদর্শনের জায়গায় দলে এসেছে নীতীশ কুমার রেড্ডি। বাদ পড়েছেন শার্দূল ঠাকুরও। তাঁর পরিবর্তে খেলছেন ওয়াশিংটন সুন্দর।
দ্বিতীয় টেস্টের ওপেনিং-এ কিছু করেনি ভারত। যশস্বী জয়সওয়ালের সঙ্গে ইনিংস শুরু করবেন লোকেশ রাহুল। ব্যাটিং অর্ডারের তিন নম্বরে সুদর্শনের জায়গায় ব্যাট করবেন করুণ নায়ার। চার এবং পাঁচ নম্বরে ব্যাট করতে নামবেন যথাক্রমে শুভমন এবং ঋষভ পন্থ। টিম ইন্ডিয়া দুই স্পিনারের ফর্মুলাতে খেললেও সুযোগ পেলেন না কুলদীপ যাদব।
ঢাকা পিচ, নতুন বল এবং মেঘলা আকাশে বল সুইং হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা সামাল দিতে হিমশিম খেতে হতে পারে ভারতের টপ অর্ডারকে। যদিও দ্বিতীয় ব্যাট করা দল এজবাস্টনে শেষ চারটি টেস্টের প্রতিটিতেই জিতেছে।