ট্রফি হাতে স্মৃতির সঙ্গে মিষ্টি ছবি
ভারতের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় লিখল মেয়েরা। প্রথমবার ওয়ান ডে বিশ্বকাপ (ICC Women's World Cup) জিতে গোটা দেশকে গর্বে ভরিয়ে দিলেন হরমনপ্রীত কাউর, স্মৃতি মন্ধানারা (Smriti Mandhana)। রবিবার (২ নভেম্বর) নবি মুম্বাইয়ের ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা দল। এই জয়ের পর গোটা দেশ উচ্ছ্বাসে মেতেছে, আর সেই আবেগ ছুঁয়ে গেল সংগীত পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা পলাশ মুচ্ছলকেও (Palash Muchhal)। প্রেমিকা স্মৃতি মন্ধানার জন্য তিনি করলেন এক আবেগঘন পোস্ট, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
ইনস্টাগ্রামে পলাশের পোস্ট করা ছবিতে দেখা যায়, স্মৃতির কাঁধে জাতীয় পতাকা, হাতে বিশ্বকাপের ট্রফি, মুখে গর্বের হাসি। তাঁর পাশে দাঁড়িয়ে আছেন পলাশ, চোখে-মুখে গর্ব আর ভালোবাসার ছাপ স্পষ্ট। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘Am I still dreaming?’— অর্থাৎ, 'আমি কি এখনও স্বপ্ন দেখছি?' এই একটি লাইনেই যেন ধরা পড়েছে জয়ের আনন্দ আর স্মৃতির প্রতি পলাশের গর্ব।
এর আগেও পলাশ সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের জয়ের মুহূর্ত শেয়ার করেছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোমাঞ্চকর জয়ের পর তিনি লিখেছিলেন, ‘This part of my life right here is called... happiness’ — অর্থাৎ 'জীবনের এই অংশটাকেই আমি বলব আনন্দ।'
কিছুদিন আগে এক অনুষ্ঠানে পলাশ নিজেই জানিয়েছেন, খুব শিগগিরই তিনি আর স্মৃতি বিয়ে করতে চলেছেন। সাংবাদিকদের প্রশ্নে হেসে বলেন, 'স্মৃতি খুব তাড়াতাড়ি ইন্দোরের বউমা হতে চলেছেন... এটাকেই হেডলাইন ধরুন।'
জানা যায়, ২০১৯ সাল থেকে পলাশ ও স্মৃতি একে অপরের সঙ্গে সম্পর্কে আছেন। যদিও তাঁরা বরাবরই ব্যক্তিগত জীবন গোপন রেখেছিলেন এবং মাত্র গত বছর তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আনেন। বিয়ের অনুষ্ঠান শুরু হবে ২০ নভেম্বর থেকে। মূল বিয়ের আসর বসবে স্মৃতির জন্মস্থান মহারাষ্ট্রের সাংলিতে।