You will be redirected to an external website

আই লাভ ইউ শুভমান, প্রেমে হাবুডুবু খাওয়া তরুণীর খোলা চিঠি মাঠেই

Sunil Gavaskar, Sachin Tendulkar, Ravi Shastri, Sourav Ganguly, Mahendra Singh Dhoni - the list is full of names that young girls were once obsessed with.

প্রেমে হাবুডুবু খাওয়া তরুণীর খোলা চিঠি মাঠেই

সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকর, রবি শাস্ত্রী, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনি- তালিকায় অসংখ্য নাম উঠে আসবে। যেসব ক্রিকেট তারকাদের প্রেমে একসময় মশগুল ছিল তরুণী-যুবতীরা। কেউ কেউ তো সোজা মাঠে ঢুকে প্রেম নিবেদন করতে গিয়েছিলেন। এই ঘটনাটা ততটা দুঃসাহসিক না হলেও, গোটা দুনিয়ার ক্যামেরার সামনে প্রেমে হাবুডুবু খাওয়া এক প্রেমিকার নিষ্পাপ হাসি মাখানো প্রেমের প্রস্তাব কমই বা কী! এবার সেই ‘লাভ ইলেভেনে’ নাম লেখালেন তরুণ ব্যাটার শুভমান গিলও। শনিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা চলাকালীন শুভমান গিলকে দর্শকাসন থেকে প্রেমের খোলা চিঠি লিখলেন এক তরুণী।

শুভমান গিল সুদর্শন, মিষ্টি হাসি, ৬ ফুট উচ্চতা, গ্রিক দেবতার ভাস্কর্যের মতো চেহারা। তার উপর মাত্র ২৬ বছর বয়সি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। তরুণীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় এলিজিবল ব্যাচেলর। এরকম পাত্র পেলে কোন মেয়েটা না কনের পিঁড়িতে বসতে চাইবে! তার উপর একদা বিশ্বত্রাস ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দিল্লিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ১৭৭ বলে ১৩টি বাউন্ডারি, একটি ওভার বাউন্ডারি মেরে দশম শতরান। সুন্দরীরা তাতেই তো আধমরা হবে।

এদিন খেলা চলাকালীন হঠাৎই একটি মুহূর্ত সকলের নজর কেড়ে নেয়। যশস্বী জয়সওয়ালের সঙ্গে তাল মিলিয়ে শুভমান যখন ভারতকে শক্তপোক্ত ইনিংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ঘটনাটি ঠিক সেই সময়ের। টিভি ক্যামেরা প্যান করে একঝাঁক দর্শকের মাঝে বসে থাকা এক তরুণীর দিকে। তাঁর হাতে ছিল ‘আই লাভ ইউ শুভমান’ লেখা একটি প্ল্যাকার্ড। আই লেখার পর ছিল গোলাপি রঙের হৃদয়ের ছবি।

বড় পর্দায় এই ছবি দেখে দর্শকরা আনন্দ-উল্লাসে চিৎকার করে ওঠেন। সম্প্রচারকরাও সেই মজাকে সকলের কাছে পৌঁছে দিতে চেষ্টা করেন। আর মুহূর্তেই সেই মুহূর্তটি লাভেরিয়া সংক্রমণের মতো ছড়িয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যে সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট, মিম হয়ে ছড়িয়ে পড়ে #IloveYouShubman হ্যাশট্যাগ সহ।

এই দৃশ্যই প্রমাণ করে ভারতীয় তরুণীর মধ্যে শুভমানের জনপ্রিয়তা কীভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এদিনেই শুভমান শতরান করে ভারতীয় দলের টেস্ট অধিনায়ক হিসাবে রোহিত শর্মার রেকর্ড ছাপিয়ে গিয়েছেন এবং ধরে ফেলেছেন ধোনির রেকর্ডকে। শেষ পর্যন্ত শুভমান ১৯৬ বলে ১২৯ রানে অপরাজিত থাকেন। যার মধ্যে ১৬টি চার ও ২টি ছক্কা হাঁকিয়েছেন গিল।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Explosive report in Bengaluru incident! Tribunal's preliminary report clearly shows Kohli's RCB responsible for the deaths of 11 people Read Previous

বেঙ্গালুরু কাণ্ডে বিস্ফ...