২০৩৬ অলিম্পিক আয়োজন
অলিম্পিকের আয়োজক দেশ ভারত। এই কথা এতদিন ভেবে এসেছে আপামোর ভারতবাসী। সেই মতো ২০৩৬ সালের অলেম্পিকের প্রস্তুতি পর্বও একটু একটু করে শুরু করেছিল ভারত। কিন্তু এরমধ্যেই বড় ধাক্কা। ২০৩৬ অলিম্পিকের ভেন্যু নির্ধারণ প্রক্রিয়া পুরোপুরি স্থগিত করেছিল আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি।
তবে ভারতের এক প্রতিনিধিদল সুইজারল্যান্ডের লোজানে তিনদিনের সফরে গিয়েছে। এখানেই অবস্থিত অলিম্পিক কমিটির সদর দপ্তর। জানা গিয়েছে, ভারতের পক্ষ থেকে আহমেদাবাদকে অলিম্পিক আয়োজনের সম্ভাব্য স্থান হিসেবে তুলে ধরা হয়েছে। প্রতিনিধিদলে রয়েছেন ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট পি টি ঊষা, গুজরাটের মুখ্য ক্রীড়া সচিব অশ্বিনী কুমার, ক্রীড়া দপ্তরের সচিব হরিরঞ্জন রাও এবং আরবান সেক্রেটারি তেন্নারাসান।
তবে ২০৩৬ অলিম্পিকের আয়োজক কে হবে, সে ব্যাপারে জানতে এখনও কিছু দিন অপেক্ষা করতে হবে। কারণ নব নির্বাচিত অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট কির্স্টি কভেন্ট্রি সম্প্রতি এ কথা ঘোষণা করেছেন। তাতে অবশ্য ভারতের উদ্যোগে কোনও প্রভাব পড়বে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্রের খবর, অলিম্পিক কমিটির সদর দপ্তরে বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার সঙ্গে মিটিংয়ে অংশ নিয়েছে ভারতের প্রতিনিধিদল।