You will be redirected to an external website

পরপর সেঞ্চুরি গিলের,অল্পের জন্য সেঞ্চুরি মিস জাদেজার, ৪১৪ রানে ষষ্ঠ উইকেট পড়ল ভারতের

Gill scores back-to-back centuries, Jadeja misses century for a while, India lose sixth wicket for 414 runs

শুভমন গিল

দ্বিতীয় টেস্টের প্রথমদিনের শেষে অপরাজিত রয়েছে টিম ইন্ডিয়া। লিডসের পর এজবাস্টন। টানা দু-ম্যাচে সেঞ্চুরি হাকিয়ে নিজের জাত চিনিয়েছে টেস্ট ক্যাপনেট শুভমন গিল। ৫ উইকেটে ৩১০ রান থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে টিম ইন্ডিয়া। 

দ্বিতীয় টেস্টে জাদেজার সঙ্গে জুড়ি বেঁধে ১৫০ রান করলেন শুভমন গিল। অধিনায়ক হিসাবে প্রথম বার এই নজির গড়লেন তিনি। এটাই টেস্টে এক ইনিংসে তাঁর সর্বোচ্চ রান। ভারতীয় টিমের বড় স্কোরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তাঁরই। কেরিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি। ক্যাপ্টেন হিসেবে টানা দ্বিতীয় ম্যাচে।

এজবাস্টনে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড ক্যাপ্টেন বেন স্টোকস। সেই মতো প্রথম ব্যাট করছে টিম ইন্ডিয়া।ষষ্ঠ উইকেটে ২০০ রানের জুটি গড়লেন শুভমন গিল ও রবীন্দ্র জাডেজা। জশ টংয়ের বাউন্সার সামলাতে না পেরে ৮৯ রানের মাথায় আউট হন তিনি। ২০৩ রানের জুটি ভাঙল ভারতের। ৪১৪ রানে ষষ্ঠ উইকেট পড়ল ভারতের। 

হার দিয়ে সিরিজ শুরু হয়েছে ভারতের। দ্বিতীয় টেস্টের একাদশে তিনটি পরিবর্তন করা হয়েছে। জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর জায়গায় এসেছেন আকাশদীপ। তেমনই সাই সুদর্শন বাদ পড়েছেন। জায়গা হয়নি শার্দূল ঠাকুরের। তাঁর পরিবর্তে নেওয়া হয়েছে আর এক পেস বোলিং অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিকে।

AUTHOR :Sukanya Majumder

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...