৩ লক্ষের বাইকে ধোনির ‘অমূল্য’ অটোগ্রাফ, ভক্তের আবদারে সাড়া দিয়ে আর কী করলেন মাহি?
ভক্তের আবদারে সাড়া দিয়ে আর কী করলেন মাহি?
তাঁর বাইকপ্রীতির কথা বহুল চর্চিত। সুযোগ পেলেই রাঁচির রাস্তায় বাইক নিয়ে বেরিয়ে পড়েন মহেন্দ্র সিং ধোনি। আর বাইকের দৌলতেই ফের মন জিতলেন মাহি। না, বাইক চালিয়ে নয়। অটোগ্রাফ দিয়ে। এক ভক্তের আবদারে ধোনি যা করলেন, তা মন জিতে নিয়েছে নেটদুনিয়ার।
ভাইরাল ভিডিওয় দেখা যায়, ধোনি একটি লাল বাইকে অটোগ্রাফ দিচ্ছেন। তারপর বাইকটি পরীক্ষাও করে দেখেন। ময়ঙ্ক শর্মা নামের ওই ভক্তের লাল রঙের রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টারে সই করে দেন তিনি। বাইকটির দাম ৩ লক্ষ টাকার বেশি। তার উপর বিশ্বজয়ী অধিনায়কের অটোগ্রাফ মানে সে তো প্রায় অমূল্য। এমনটাই বলছে নেটদুনিয়া।
এখানেই শেষ নয়। এরপর ওই ভক্ত অনুরোধ করেন, তাঁর হাতেও একটি অটোগ্রাফ দিতে। তাঁর বক্তব্য ছিল, হাতের যেখানে খুশি সই করে দিতে। কিন্তু মাহি তাঁকে বলেন, “না তুমি বলো কীভাবে অটোগ্রাফ চাও।” তারপর ভক্তের নির্দেশ মতোই সই করে দেন তিনি। সোশাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে ওই ভক্ত লিখেছেন, ‘অটোগ্রাফের থেকেও বেশি দামী।’
ধোনির নিজের ৫০টিরও বেশি বাইক রয়েছে। গ্যারাজে এত ধরনের বাইক রয়েছে যে, দেখে মনে হবে বাইকের শোরুম। শুধু তাই নয়, সেগুলো নিজেই পরিচর্যা করেন। তিনি যে ভালো বাইক দেখলে প্রশংসা করবেন, সেরকমই মনে করেন অনেকে। এই মুগ্ধতার মধ্যেও অনেকের নজর পড়েছে ধোনির মুখের দাড়িতে। যেখানে কালোর থেকে সাদার ভাগই বেশি। আসলে বয়স যে ৪৪ পেরিয়ে গিয়েছে। ব্যাট হাতে এখনও ঝড় তুলতে পারলেও বয়সের ছাপ পড়েছে। যদিও আশা করা হচ্ছে, আগামী আইপিএলে খেলবেন ‘থালা’।