You will be redirected to an external website

রোহিতের ঝড়ো শতরানে সিকিমকে উড়িয়ে বিজয় হাজারে অভিযান শুরু মুম্বইয়ের

Returning to the domestic fifty-over stage after seven years. And Rohit Sharma is back in his old familiar form.

রোহিতের ঝড়ো শতরান

সাত বছর পর ঘরোয়া পঞ্চাশ ওভারের মঞ্চে প্রত্যাবর্তন। আর ফিরেই পুরনো চেনা মূর্তিতে রোহিত শর্মা (Rohit Sharma)। জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে সিকিমের বিরুদ্ধে ১৫৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে মুম্বইকে (Mumbai) সহজ জয় উপহার দিলেন রোহিত। বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের অভিযান শুরু হল ৮ উইকেটের একপেশে জয়ে।

লড়াই সিকিমের, কিন্তু স্কোর যথেষ্ট নয়

টস জিতে ব্যাট করে সিকিম নির্ধারিত ৫০ ওভারে তোলে ২৩৬/৭। দলের হয়ে উইকেটকিপার-ব্যাটার আশিস থাপা ৮৭ বলে ৭৯ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। ক্রান্তি কুমার করেন ৩৪ রান। শেষদিকে রবিন লিম্বু ৩১ রানে অপরাজিত থাকেন। মুম্বইয়ের বোলিংয়ে নিয়ন্ত্রণ রাখেন শার্দূল ঠাকুর (Shardul Thakur), নেন দু’টি উইকেট। এক উইকেট ছিনিয়ে নেন মুশির খান ও শামস মুলানি।

রোহিত ঝড়: ৯৪ বলে ১৫৫, দ্রুততম লিস্ট ‘এ’ সেঞ্চুরি

২৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধীরস্থির ছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। অন্য প্রান্তে অঙ্কৃশ রঘুবংশী ৩৮ রানের সংযত ইনিংস খেলেন। কিন্তু নায়ক একজনই—রোহিত শর্মা! সেট হয়ে যাওয়ার পর ম্যাচ পুরোপুরি নিজের হাতে তুলে নেন। ৯৪ বলে ১৫৫—১৮টি চার, ৯টি ছক্কা। মাত্র ৬২ বলে শতরান পূর্ণ করে নিজের লিস্ট ‘এ’ কেরিয়ারের দ্রুততম সেঞ্চুরিও করে ফেলেন তিনি। বোলারদের সকলেই হতভম্ব, কারও কাছে কোনও জবাব ছিল না।

আত্মবিশ্বাসী সূচনা মুম্বইয়ের

শেষদিকে মুশির ২৭ রানে অপরাজিত, সারফরাজ খান ছোট ক্যামিও-তে আত্মবিশ্বাসী। মুম্বই লক্ষ্য ছোঁয় ৩০.৩ ওভারে। ব্যাটে-বলে নিখুঁত শুরু। কিন্তু বিজয় হাজারে ট্রফিতে মুম্বই যে আত্মবিশ্বাসী বার্তা দিল, তার কেন্দ্রে একটাই নাম—রোহিত শর্মা (Rohit Sharma)।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Explosive report in Bengaluru incident! Tribunal's preliminary report clearly shows Kohli's RCB responsible for the deaths of 11 people Read Previous

বেঙ্গালুরু কাণ্ডে বিস্ফ...