মুরগির পাতলা ঝোল নয়, বরং রেঁধে ফেলুন চিকেন হটপাঞ্চ, জেনে নিন রেসিপি |
বছরও গড়াল না! ১০ মাসের মধ্যেই দু’নম্বর বিয়ে সেরে ফেললেন রশিদ খান
১০ মাসের মধ্যেই দু’নম্বর বিয়ে সেরে ফেললেন রশিদ খান
আফগানিস্তানের তারকা অলরাউন্ডার রশিদ খান (Rashid Khan) ফের খবরের শিরোনামে—এবার ব্যাট-বল নয়, ব্যক্তিগত জীবনের কারণে। মাত্র ১০ মাসের মাথায় দ্বিতীয় বিয়ে করলেন এই লেগ স্পিনার। দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে নিজেই বিষয়টি নিশ্চিত করলেন সামাজিক মাধ্যমে।
গত কয়েক দিন ধরেই তাঁর বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে, যখন নেদারল্যান্ডসে অনুষ্ঠিত অনুষ্ঠানে তাঁকে এক মহিলার পাশে বসে থাকতে দেখা যায়। আফগান পোশাকে সেই ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় গসিপ। অবশেষে সোমবার এক পোস্টে রশিদ নিজেই জানালেন, ২০২৫ সালের ২ আগস্ট তিনি দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
পোস্টে তিনি লিখেছেন, ‘২ অগস্ট ২০২৫ আমার জীবনের নতুন ও অর্থবহ অধ্যায়ের সূচনা। আমি বিবাহ সম্পন্ন করেছি এবং এমন একজনকে বিয়ে করেছি যিনি আমার জীবনে ভালোবাসা, শান্তি আর একসঙ্গে থাকার অর্থ পূর্ণ করেছেন। সম্প্রতি আমি স্ত্রীকে নিয়ে এক চ্যারিটি অনুষ্ঠানে গিয়েছিলাম। দুর্ভাগ্যজনকভাবে সেই সাধারণ ঘটনার থেকেই নানা অনুমান তৈরি হয়েছে। সত্যিটা খুব সহজ—তিনি আমার স্ত্রী, এবং আমরা আমাদের জীবনের এই অধ্যায়টি নিয়ে গর্বিত।’
রশিদের অনুরোধ, তাঁর ব্যক্তিগত জীবনকে সম্মান দেখানো হোক। তিনি নিজের স্ত্রী সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। জানা গিয়েছে, নিজেও আপাতত প্রচারের আলো থেকে দূরে থাকতে চান।
রশিদের প্রথম বিয়ে হয়েছিল ২০২৪ সালের অক্টোবর মাসে, মামাতো বোনের সঙ্গে। সেই বিয়েতে উপস্থিত ছিলেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার—মহম্মদ নবী, নসিব খান, আজমাতুল্লাহ ওমরজাই ও মুজিব উর রহমান। প্রথম বিয়েটি ছিল রাজকীয় আয়োজন, তবে দ্বিতীয়টিতে রশিদ স্পষ্টতই রেখেছেন কম প্রোফাইল।
আন্তর্জাতিক ক্রিকেটে রশিদ আফগানিস্তানের গর্ব। ২০১৯ সালে দেশের হয়ে সব ফরম্যাটে অধিনায়ক হন। টি-টোয়েন্টিতে ১০৮ ম্যাচে ১৮২ উইকেট নিয়ে আপাতত বিশ্বের সর্বোচ্চ উইকেটশিকারি। তাঁর নেতৃত্বে গত বছর আফগানিস্তান পৌঁছেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে। সম্প্রতি তিনি গঠন করেছেন রশিদ খান ফাউন্ডেশন—যেখানে শিক্ষা, স্বাস্থ্য ও বিশুদ্ধ পানীয় জলের প্রকল্প নিয়ে একগুচ্ছ কর্মকাণ্ড চলে।
সামাজিক মাধ্যমে রশিদের দ্বিতীয় বিয়ে নিয়ে বিতর্ক ছড়িয়েছে, পাশাপাশি অনেকেই তাঁকে সমর্থন জানিয়েছেন। মানবাধিকার আইনজীবী নাতিক মালিকজাদা লিখেছেন, ‘রশিদ খানের রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা হতেই পারে। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি করা সবচেয়ে হীন মানসিকতার পরিচয়। কার সঙ্গে তিনি বিয়ে করেছেন, সেটা কারও জানার বিষয় নয়।’