গার্সিয়ার উচ্ছ্বাস
ফাইনালে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ। ফিফা ক্লাব বিশ্বকাপে জুভেন্তাসকে হারিয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল রিয়াল মাদ্রিদ। হাড্ডাহাড্ডি ম্যাচে ১–০ ব্যবধানে জয় পায় রিয়াল। গোল করেন 'নতুন রাউল' গনসালো গার্সিয়া। অবশ্য গোটা খেলাটাই যেন পরিণত হয়েছিল রিয়াল বনাম মিশেল দি গ্রেগোরিওর। কোয়ার্টার ফাইনালে এবার তাদের প্রতিপক্ষ হবে বরুসিয়া ডর্টমুন্ড। সার্জিও রামোসের নেতৃত্বাধীন মেক্সিকান ক্লাব মন্তেরইকে ২-১ গোলে হারিয়ে ডর্টমুন্ড উঠেছে কোয়ার্টার ফাইনালে। আগামী শনিবার নিউ জার্সিতে রাত ভারতীয় সময় দেড়টায় মুখোমুখি হবে রিয়াল ও ডর্টমুন্ড।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ৫৮ শতাংশ বলের দখল রেখেছিল রিয়াল। ২১ শটের ১১টি গোল হলেও বাকি শট আটকে দেয় জুভেন্তাস গোলরক্ষক মিশেল। অপরদিকে জুভেন্তাস মাত্র ৬টি শট নেয়, যার মধ্যে মাত্র ২টি ছিল গোলে। এদিকে রিয়াল মাদ্রির এবং ডর্টমুন্ড ছাড়া কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিলের ফ্লুমিনেন্স, সৌদির আল হিলাল, ব্রাজিলের পালমেইরাস, ইংল্যান্ডের চেলসি, ফ্রান্সের পিএসজি, জার্মানির বায়ার্ন।
এখন অধীর আগ্রহে শনিবারের অপেক্ষা। ক্লাব বিশ্বকাপের ফাইনালে কেমন হাডাহাড্ডি লড়াই হবে সেখাই এখন দেখার বিষয়। তবে সেই ম্যাচে দেখা হবে না দুই বেলিংহ্যাম ভাই— জুড এবং জোবের। জুড রিয়ালের হয়ে খেলেন। জোব সম্প্রতি ডর্টমুন্ডে যোগ দিয়েছেন। তবে একাধিক হলুদ কার্ড দেখায় রিয়াল ম্যাচে নির্বাসিত তিনি।