‘কন্যাসন্তান নয়, বলিউডেও সকলে পুত্রসন্তান চান’, কঙ্গনার মন্তব্যে বিতর্ক |
ভারতীয় শিবিরে স্বস্তি, হাসপাতাল থেকে ছাড়া পেলেন শুভমান
হাসপাতাল থেকে ছাড়া পেলেন শুভমান
হাসপাতাল থেকে ছাড়া পেলেন শুভমান গিল। ইডেনে দ্বিতীয় দিনের শেষে ইডেন থেকে অ্যাম্বুল্যান্সে করে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল শুভমান গিলকে। ইডেন টেস্টে আর খেলতে পারেননি তিনি। তবে রবিবার সন্ধ্যায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এমন খবরে স্বস্তিতে ভারতীয় শিবির।
ড. সপ্তর্ষি বসুর তত্ত্বাবধানে শনিবার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় টেস্ট অধিনায়ককে। যাঁকে গতকাল সকাল থেকে ঘাড়ের সমস্যা ভোগাচ্ছিল। যিনি গতকাল ব্যাট করতে নামার পর প্রথম বাউন্ডারি মারার পরই বুঝে গিয়েছিলেন যে, ব্যাট করা সম্ভব হবে না। তার পর দীর্ঘ সময় ‘নেক কলার’ পরে অপেক্ষা করলেও, অবস্থার বিশেষ উন্নতি না হওয়ায় গিলকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট শেষ হওয়ার পর গিলকে দেখতে গিয়েছিলেন সিএবি সভাপতি। চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন তিনি। জানা গিয়েছে, দু’জনের মধ্যে ১০-১৫ মিনিট কথা হয়। গিলের স্বাস্থ্য নিয়ে কথা হয় তাঁদের। এর পাশাপাশি ইডেন টেস্ট নিয়েও কথা হয়েছে দু’জনের। গতকাল রাতেই মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছিল যে, গিলের পক্ষে ইডেনে দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করা সম্ভব নয়। এমনকী, আগামী ২২ নভেম্বর থেকে গুয়াহাটিতে শুরু হতে চলা সিরিজের দ্বিতীয় টেস্টেও তিনি অনিশ্চিত।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গতকালের চেয়ে গিলের ঘাড়ের সমস্যার উন্নতি অনেকটাই হয়েছে। সেই কারণেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার বিসিসিআইয়ের তরফ থেকে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছিল, ‘শুভমান গিলের ঘাড়ে ব্যথা রয়েছে এবং বিসিসিআইয়ের মেডিক্যাল টিম তাঁকে পর্যবেক্ষণ করছে। চোটের পরিস্থিতি অনুসারে তাঁর অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ বোর্ড সূত্রে আরও জানা গিয়েছিল, শনিবার সকাল থেকেই ঘাড়ে ব্যথা অনুভব করেন তিনি। রাতে পুরোটাই সতর্কতামূলক এবং পর্যবেক্ষণের কারণে তাঁকে আইসিইউ’তে রাখা হয়েছিল। তবে রবিবার সন্ধ্যায় সমস্ত উদ্রেক কাটিয়ে হাসপাতাল ঠেকে ছেড়ে দেওয়া হল তাঁকে। এখনও কিছুটা স্টিফনেস রয়েছে। সঙ্গে হালকা যন্ত্রণা। চিকিৎসার মধ্যেই থাকবেন তিনি।